নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ধর্ম
✷প্রশ্ন:১
স্পেনে মুসলিম শাসন বজায় ছিল—
স্পেনে মুসলিম শাসন বজায় ছিল—
(a) একশাে বছর
(b) দুইশাে বছর
(c) তিনশাে বছর
(d) চারশাে বছর
উত্তর: C
✷প্রশ্ন:২
দিল্লির কোন্ সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান ?
(a) কুতুবউদ্দিন আইবক
(b) নাসিরউদ্দিন কুবাচা
(c) ইলতুৎমিস
(d) বলবন
উত্তর: C
✷প্রশ্ন:৩
হারুন-আল-রসিদ যে বংশােদ্ভূত ছিলেন—
(a) মােগল
(b) আব্বাসিদ
(c) উমাইয়াদ
(d) দাস
উত্তর: B
✷প্রশ্ন:৪
‘খলিফা’ কথাটির অর্থ—
(a) গােষ্ঠী প্রধান
(b) রাজা
(c) প্রতিনিধি
(d) প্রভু
উত্তর: C
✷প্রশ্ন:৫
স্পেন বাগদাদের অধীনতা ছিন্ন করে—
(a) ৯২৫ খ্রিস্টাব্দে
(b) ৯২৭ খ্রিস্টাব্দে
(c) ৯২৯ খ্রিস্টাব্দে
(d) ৯৩১ খ্রিস্টাব্দে
উত্তর: C
✷প্রশ্ন:৬
কবে বাগদাদের খলিফাতন্ত্রের পতন ঘটে ?
(a) ১১৯২ খ্রি.
(b) ১২০৬ খ্রি.
(c) ১২৫৮ খ্রি.
(d) ১২৯৬ খ্রি.
উত্তর: C
✷প্রশ্ন:৭
পবিত্র খলিফার সংখ্যা ছিল—
(a) ১
(b) ২
(c) ৩
(d) ৪
উত্তর: D
✷প্রশ্ন:৮
কোন্ খলিফা সর্বপ্রথম জেরুজালেম দখল করেন ?
(a) ওমর
(b) আবু বকর
(c) ওসমানগনি
(d) হজরত আলি
উত্তর: A
✷প্রশ্ন:৯
ইউরােপের বাগদাদ বলা হত—
(a) স্পেনকে
(b) ইটালিকে
(c) পাের্তুগালকে
(d) হল্যান্ডকে
উত্তর: A
✷প্রশ্ন:১০
খলিফা পদকে কেন্দ্র করে কারবালার হত্যাকাণ্ড ঘটে—
(a) ৬৬০ খ্রি.
(b) ৬৭০ খ্রি.
(c) ৬৮০ খ্রি.
(d) ৬৯০ খ্রি.
উত্তর: C
Comments
Post a Comment