বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
ধর্ম
✷প্রশ্ন:১
স্পেনে মুসলিম শাসন বজায় ছিল—
স্পেনে মুসলিম শাসন বজায় ছিল—
(a) একশাে বছর
(b) দুইশাে বছর
(c) তিনশাে বছর
(d) চারশাে বছর
উত্তর: C
✷প্রশ্ন:২
দিল্লির কোন্ সুলতান সর্বপ্রথম বাগদাদের খলিফার বৈধ স্বীকৃতি পান ?
(a) কুতুবউদ্দিন আইবক
(b) নাসিরউদ্দিন কুবাচা
(c) ইলতুৎমিস
(d) বলবন
উত্তর: C
✷প্রশ্ন:৩
হারুন-আল-রসিদ যে বংশােদ্ভূত ছিলেন—
(a) মােগল
(b) আব্বাসিদ
(c) উমাইয়াদ
(d) দাস
উত্তর: B
✷প্রশ্ন:৪
‘খলিফা’ কথাটির অর্থ—
(a) গােষ্ঠী প্রধান
(b) রাজা
(c) প্রতিনিধি
(d) প্রভু
উত্তর: C
✷প্রশ্ন:৫
স্পেন বাগদাদের অধীনতা ছিন্ন করে—
(a) ৯২৫ খ্রিস্টাব্দে
(b) ৯২৭ খ্রিস্টাব্দে
(c) ৯২৯ খ্রিস্টাব্দে
(d) ৯৩১ খ্রিস্টাব্দে
উত্তর: C
✷প্রশ্ন:৬
কবে বাগদাদের খলিফাতন্ত্রের পতন ঘটে ?
(a) ১১৯২ খ্রি.
(b) ১২০৬ খ্রি.
(c) ১২৫৮ খ্রি.
(d) ১২৯৬ খ্রি.
উত্তর: C
✷প্রশ্ন:৭
পবিত্র খলিফার সংখ্যা ছিল—
(a) ১
(b) ২
(c) ৩
(d) ৪
উত্তর: D
✷প্রশ্ন:৮
কোন্ খলিফা সর্বপ্রথম জেরুজালেম দখল করেন ?
(a) ওমর
(b) আবু বকর
(c) ওসমানগনি
(d) হজরত আলি
উত্তর: A
✷প্রশ্ন:৯
ইউরােপের বাগদাদ বলা হত—
(a) স্পেনকে
(b) ইটালিকে
(c) পাের্তুগালকে
(d) হল্যান্ডকে
উত্তর: A
✷প্রশ্ন:১০
খলিফা পদকে কেন্দ্র করে কারবালার হত্যাকাণ্ড ঘটে—
(a) ৬৬০ খ্রি.
(b) ৬৭০ খ্রি.
(c) ৬৮০ খ্রি.
(d) ৬৯০ খ্রি.
উত্তর: C

Comments
Post a Comment