নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য
প্রশ্ন:১
আলাউদ্দিন খলজির ক্রীতদাসের সংখ্যা ছিল—
আলাউদ্দিন খলজির ক্রীতদাসের সংখ্যা ছিল—
(a) ৫০ হাজার
(b) ১ লক্ষ
(c) ১.৫ লক্ষ
(d) ২ লক্ষ
উত্তর: B
প্রশ্ন:২
সুলতানি আমলে ভারতের ক্রীতদাস প্রথা সম্পর্কে বলা যায় যে—
(a) এযুগে কোনাে ক্রীতদাস কখনাে সিংহাসনে বসতে পারত না
(b) সুলতানগণ ক্রীতদাস আমদানি সমর্থন করতেন না
(c) সুলতানের কোনাে ক্রীতদাস থাকত না
(d) ফিরােজ তুঘলক ভারত থেকে ক্রীতদাস রপ্তানি বন্ধ করে দেন
উত্তর: D
প্রশ্ন:৩
সুলতানি যুগের ক্রীতদাসদের মধ্যে—
(a) বুরদা ও কানিজক নামে ক্রীতদাসরা উচ্চবংশীয় পরিবারের নিযুক্ত হত
(b) খাজ ও মিডাে ছিল নিম্নবর্ণের ক্রীতদাস
(c) রােজাম নামে নপুংসক ক্রীতদাস বাংলাদেশে ছিল
(d) খােজা নামে ক্রীতদাসরা রাজার দেহরক্ষী হিসেবে নিযুক্ত হত
উত্তর: A
প্রশ্ন:৪
প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন—
(a) ইলতুৎমিস
(b) আলাউদ্দিন খলজি
(c) মহম্মদ বিন তুঘলক
(d) ফিরােজশাহ তুঘলক
উত্তর: A
প্রশ্ন:৫
কার বিবরণ থেকে জানা যায় যে, প্রাচীন ভারতে কোন ক্রীতদাস ছিল না ?
(a) প্লিনি
(b) টলেমি
(c) মেগাস্থিনিস
(d) ফা-হিয়েন
উত্তর: C
প্রশ্ন:৬
প্রাচীন ভারতের দাসপ্রথা সম্পর্কে বলা যায় যে—
(a) ঋগ্বৈদিক যুগে অনার্য শত্রুদের ‘দাস’ বা ‘দস্যু’ বলে গণ্য করা হত
(b) পরবর্তী বৈদিক যুগে দাসপ্রথার অস্তিত্ব ছিল না
(c) মৌর্যযুগে ভারতে ক্রীতদাস প্রথার ব্যাপকতা ছিল বলে মেগাস্থিনিস উল্লেখ করেছেন
(d) গুপ্তযুগে ভারতে ক্রীতদাস প্রথার অস্তিত্ব ছিল না
উত্তর: A
প্রশ্ন:৭
কোন্ আর্য দেবতা অনার্য দাসদের ‘পুর’ বা দুর্গগুলি ধ্বংস করেছিলেন ?
(a) বরুণ
(b) ইন্দ্র
(c) মিত্র
(d) পর্জন্য
উত্তর: B
প্রশ্ন:৮
ত্রয়ােদশ শতকে বাংলাদেশের নপুংসক ক্রীতদাসদের কী বলা হত ?
(a) খােজা
(b) কানিজক
(c) বুরদা
(d) তুর্ক
উত্তর: A
প্রশ্ন:৯
কোন্ দেশের রাজতন্ত্রকে দিল্লির সুলতানির অনুসরণ করা উচিত বলে বরনি মনে করতেন ?
(a) মিশরের
(b) স্পেনের
(c) আরবের
(d) পারস্যের
উত্তর: D
প্রশ্ন:১০
মৌর্য যুগে ভারতে কোনাে ক্রীতদাস ছিল না বলে অভিমত দিয়েছেন—
(a) কৌটিল্য
(b) ফা-হিয়েন
(c) মেগাস্থিনিস
(d) হিউয়েন সাং
উত্তর: C
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৩[PREV]
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৫[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
Comments
Post a Comment