বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য
প্রশ্ন:১
আলাউদ্দিন খলজির ক্রীতদাসের সংখ্যা ছিল—
আলাউদ্দিন খলজির ক্রীতদাসের সংখ্যা ছিল—
(a) ৫০ হাজার
(b) ১ লক্ষ
(c) ১.৫ লক্ষ
(d) ২ লক্ষ
উত্তর: B
প্রশ্ন:২
সুলতানি আমলে ভারতের ক্রীতদাস প্রথা সম্পর্কে বলা যায় যে—
(a) এযুগে কোনাে ক্রীতদাস কখনাে সিংহাসনে বসতে পারত না
(b) সুলতানগণ ক্রীতদাস আমদানি সমর্থন করতেন না
(c) সুলতানের কোনাে ক্রীতদাস থাকত না
(d) ফিরােজ তুঘলক ভারত থেকে ক্রীতদাস রপ্তানি বন্ধ করে দেন
উত্তর: D
প্রশ্ন:৩
সুলতানি যুগের ক্রীতদাসদের মধ্যে—
(a) বুরদা ও কানিজক নামে ক্রীতদাসরা উচ্চবংশীয় পরিবারের নিযুক্ত হত
(b) খাজ ও মিডাে ছিল নিম্নবর্ণের ক্রীতদাস
(c) রােজাম নামে নপুংসক ক্রীতদাস বাংলাদেশে ছিল
(d) খােজা নামে ক্রীতদাসরা রাজার দেহরক্ষী হিসেবে নিযুক্ত হত
উত্তর: A
প্রশ্ন:৪
প্রথম জীবনে ক্রীতদাস ছিলেন—
(a) ইলতুৎমিস
(b) আলাউদ্দিন খলজি
(c) মহম্মদ বিন তুঘলক
(d) ফিরােজশাহ তুঘলক
উত্তর: A
প্রশ্ন:৫
কার বিবরণ থেকে জানা যায় যে, প্রাচীন ভারতে কোন ক্রীতদাস ছিল না ?
(a) প্লিনি
(b) টলেমি
(c) মেগাস্থিনিস
(d) ফা-হিয়েন
উত্তর: C
প্রশ্ন:৬
প্রাচীন ভারতের দাসপ্রথা সম্পর্কে বলা যায় যে—
(a) ঋগ্বৈদিক যুগে অনার্য শত্রুদের ‘দাস’ বা ‘দস্যু’ বলে গণ্য করা হত
(b) পরবর্তী বৈদিক যুগে দাসপ্রথার অস্তিত্ব ছিল না
(c) মৌর্যযুগে ভারতে ক্রীতদাস প্রথার ব্যাপকতা ছিল বলে মেগাস্থিনিস উল্লেখ করেছেন
(d) গুপ্তযুগে ভারতে ক্রীতদাস প্রথার অস্তিত্ব ছিল না
উত্তর: A
প্রশ্ন:৭
কোন্ আর্য দেবতা অনার্য দাসদের ‘পুর’ বা দুর্গগুলি ধ্বংস করেছিলেন ?
(a) বরুণ
(b) ইন্দ্র
(c) মিত্র
(d) পর্জন্য
উত্তর: B
প্রশ্ন:৮
ত্রয়ােদশ শতকে বাংলাদেশের নপুংসক ক্রীতদাসদের কী বলা হত ?
(a) খােজা
(b) কানিজক
(c) বুরদা
(d) তুর্ক
উত্তর: A
প্রশ্ন:৯
কোন্ দেশের রাজতন্ত্রকে দিল্লির সুলতানির অনুসরণ করা উচিত বলে বরনি মনে করতেন ?
(a) মিশরের
(b) স্পেনের
(c) আরবের
(d) পারস্যের
উত্তর: D
প্রশ্ন:১০
মৌর্য যুগে ভারতে কোনাে ক্রীতদাস ছিল না বলে অভিমত দিয়েছেন—
(a) কৌটিল্য
(b) ফা-হিয়েন
(c) মেগাস্থিনিস
(d) হিউয়েন সাং
উত্তর: C
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৩[PREV]
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৫[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞

Comments
Post a Comment