পরিবেশ ও উন্নয়ন
🟌🟌🟌প্রশ্ন:১
বনাঞ্চল দ্রুত ধ্বংস হতে থাকে—
(a) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে
(b) শিল্প-বিপ্লবের পর থেকে
(c) বিংশ শতাব্দীর শুরু থেকে
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:২
সারা পৃথিবীর ব্যবসা-বাণিজ্য ও বিনিয়ােগের শতকরা কত ভাগ উন্নত দেশগুলাের কবজায় ?
(a) 71
(b) 81
(c) 91
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৩
উন্নত দুনিয়ার মানুষেরা সারা দুনিয়ার মােট সামাজিক উৎপাদনের ভােগ করে—
(a) 73 শতাংশ
(b) 83 শতাংশ
(c) 93 শতাংশ
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৪
জলাশয়ের মাছের সংখ্যা হ্রাসের প্রধান কারণ—
(a) মাছের রােগ
(b) জলের অম্লতা বৃদ্ধি
(c) বেশি মাছ ধরা
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৫
পৃথিবীতলের বনে আচ্ছাদিত অংশের শতকরা পরিমাণ হওয়া দরকার—
(a) প্রায় 30 ভাগ
(b) প্রায় 10 ভাগ
(c) প্রায় 25 ভাগ
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৬
বনসম্পদের ওপর মানুষের চাহিদা খুব বেড়েছে—
(a) প্রথম মহাযুদ্ধের পর
(b) দ্বিতীয় মহাযুদ্ধের পর
(c) বিগত তিরিশ বছরে
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৭
মরু অঞ্চল বা মরুপ্রায় অঞ্চলে বাস করে বিশ্বজনসংখ্যার—
(a) 8 শতাংশ
(b) 10 শতাংশ
(c) 5 শতাংশ
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৮
জাতীয় সবুজ বাহিনি গঠিত হবে—
(a) ইকো ক্লাবের ছাত্র সদস্যদের নিয়ে
(b) মহাবিদ্যালয়ের ছাত্র সদস্যদের নিয়ে
(c) বিশ্ববিদ্যালয়ের ছাত্র সদস্যদের নিয়ে
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৯
একবিংশ শতাব্দীতেও বিশ্বে নিরক্ষর মানুষের সংখ্যা—
(a) 50 কোটি
(b) 100 কোটি
(c) 75 কোটি
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:১০
আবহাওয়া পরিবর্তনের প্রধান কারণ হলাে—
(a) প্রাকৃতিক বিপর্যয়
(b) জনসংখ্যা বৃদ্ধি
(c) বনভূমি দ্রুত কমে যাওয়া
উত্তর: C
Comments
Post a Comment