শক্তি
🟌🟌🟌প্রশ্ন:১
ভারতে কয়লার ভান্ডার আছে প্রায়—
(a) 600 কোটি টন
(b) 500 কোটি টন
(c) 700 কোটি টন
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:২
ভারতে এক টন সিমেন্ট তৈরি করতে খরচ হয়—
(a) 20 লক্ষ কিলােক্যালােরি শক্তি
(b) 30 লক্ষ কিলােক্যালােরি শক্তি
(c) 40 লক্ষ কিলােক্যালােরি শক্তি
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৩
রাশিয়ার দেশগুলােতে প্রাকৃতিক গ্যাসের ভান্ডার শতকরা প্রায়—
(a) 46 ভাগ
(b) 56 ভাগ
(c) 66 ভাগ
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৪
গুজরাট,তামিলনাড়ু ,মহারাষ্ট্র এবং উড়িষ্যার সমুদ্র উপকূলবর্তী এলাকায় সম্ভাবনা আছে—
(a) বায়ুশক্তি উৎপাদনের
(b) কোটালশক্তি উৎপাদনের
(c) ভূতাপ শক্তি উৎপাদনের
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৫
ভারতে এক টন ইস্পাত তৈরি করতে খরচ হয়—
(a) 75 লক্ষ কিলােক্যালােরি শক্তি
(b) 85 লক্ষ কিলােক্যালােরি শক্তি
(c) 95 লক্ষ কিলােক্যালােরি শক্তি
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৬
আগামী 2020 সালে ভারতে মােট বায়ুবিদ্যুৎ উৎপন্ন হবে—
(a) 16,000 মেগাওয়াট
(b) 15,000 মেগাওয়াট
(c) 14,000 মেগাওয়াট
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৭
সৌরশক্তির বিদ্যুৎ শক্তিতে রূপান্তর ঘটে—
(a) সৌর-রাসায়নিক কোষে
(b) ফটোভােল্টিক কোষে
(c) বাষ্পীভবনে
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৮
রাশিয়াতে কয়লার পরিমাণ সমগ্র বিশ্বের মােট কয়লার শতকরা—
(a) 25.4 ভাগ
(b) 24.4 ভাগ
(c) 23.4 ভাগ
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৯
জ্বালানি কাঠ পােড়ালে শক্তি নষ্ট হয় প্রায়—
(a) 70 শতাংশ
(b) 80 শতাংশ
(c) 90 শতাংশ
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:১০
বিশ্বের উন্নত দেশগুলাে শতকরা ব্যবহার করে—
(a) 80 ভাগের বেশি শক্তি
(b) 75 ভাগের বেশি শক্তি
(c) 85 ভাগের বেশি শক্তি
উত্তর: A
Comments
Post a Comment