দিগন্তের প্রসার
➤➤➤প্রশ্ন:১
পাের্তুগাল বিদেশ থেকে যে ধাতুর আমদানি করেছিল, তা হল—
(a) প্ল্যাটিনাম
(b) সোনা
(c) তামা
(d) লোহা
উত্তর: B
➤➤➤প্রশ্ন:২
ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন ?
(a) স্পেন
(b) ইংল্যান্ড
(c) পোর্তুগাল
(d) ফ্রান্স
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৩
পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের নামকরণ করেন—
(a) রাজা দ্বিতীয় জন
(b) আমেরিগাে ভেসপুচি
(c) কলম্বাস
(d) ফিলিপ
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৪
ইউরােপীয় নাবিক হিসেবে সর্বপ্রথম প্রশান্ত মহাসাগরের সন্ধান পান—
(a) কলম্বাস
(b) ম্যাগেলান
(c) বালবােয়া
(d) কেব্রাল
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৫
সামুদ্রিক অভিযানে স্পেনের ভৌগোলিক সম্প্রসারণ ঘটেছিল—
(a) পূর্ব দিকে
(b) পশ্চিম দিকে
(c) উত্তর দিকে
(d) দক্ষিণ দিকে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৬
আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন—
(a) কলম্বাস
(b) মার্কোপােলাে
(c) বালবােয়া
(d) ভাস্কো-দা-গামা
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৭
নাবিক রাজকুমার হেনরি অভিযান চালান—
(a) আটলান্টিক মহাসাগরে
(b) উত্তর সাগরে
(c) দক্ষিণ সমুদ্রে
(d) প্রশান্ত মহাসাগরে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৮
১৪৮৭-৮৮ খ্রিস্টাব্দে আফ্রিকার দক্ষিণতম প্রান্তে পৌঁছোন—
(a) কলম্বাস
(b) কেব্রাল
(c) রাজকুমার হেনরি
(d) বার্থোলোমিউ দিয়াজ
উত্তর: D
➤➤➤প্রশ্ন:৯
প্রশান্ত মহাসাগরের নামকরণ করেন—
(a) বালবােয়া
(b) কলম্বাস
(c) ম্যাগেলান
(d) আমেরিগাে ভেসপুচি
উত্তর: C
➤➤➤প্রশ্ন:১০
ভাস্কো-দা-গামা ভারতের যে বন্দরে পৌঁছেছিলেন, তা হল—
(a) গােয়া বন্দর
(b) বােম্বাই বন্দর
(c) কোচিন বন্দর
(d) কালিকট বন্দর
উত্তর: D
Comments
Post a Comment