জৈব-বৈচিত্র্য
➤➤➤প্রশ্ন:১
‘MABP’ পুরাে কথাটা হলাে—
(a) ম্যান এ্যান্ড বায়ােস্ফিয়ার প্রােগ্রাম
(b) ম্যান অ্যান্ড বায়ােস্ফিয়ার প্রােজেক্ট
(c) ম্যান এ্যান্ড বায়ােস্ফিার পলিউশন
উত্তর: A
➤➤➤প্রশ্ন:২
জৈব বৈচিত্র্যে অত্যন্ত সমৃদ্ধ দেশ—
(a) ভারত
(b) সুদান
(c) ইরান
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৩
ভারতের জৈব বৈচিত্র্যের মধ্য থেকে ধর্মীয় গুরুত্ব আছে এমন একটি উদ্ভিদ হলাে—
(a) ডুমুর
(b) জবা
(c) তেঁতুল
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৪
উন্নত দেশগুলাের চিকিৎসাপত্রে ব্যবহৃত হয় ভেষজ গাছপালা থেকে তৈরি ঔষুধপত্রের—
(a) এক-চতুর্থাংশ
(b) এক-তৃতীয়াংশ
(c) এক-পঞ্চমাংশ
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৫
‘আবাসস্থলের বৈচিত্র্য’ কথাটির সমার্থক হলাে—
(a) প্রজাতিগত বৈচিত্র্য
(b) বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য
(c) জিনগত বৈচিত্র্য
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৬
ভারতে জৈব বৈচিত্র্য বিনাশের একটি কারণ—
(a) অপরিকল্পিত উন্নয়ন
(b) মৃত্যু
(c) ক্রমহ্রাসমান প্রজনন
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৭
উদ্ভিজ, প্রাণীজ ও খনিজ উৎস থেকে পাওয়া চিরাচরিত ওষুধপত্রের সাহায্যে উন্নয়শীল দেশের—
(a) শতকরা 70 ভাগ মানুষের চিকিৎসা হয়
(b) শতকরা 80 ভাগ মানুষের চিকিৎসা হয়
(c) শতকরা 90 ভাগ মানুষের চিকিৎসা হয়
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৮
অস্ট্রেলিয়ার জৈব বৈচিত্র্যের ক্ষেত্রে আশঙ্কার কারণ হয়ে উঠেছে—
(a) কুমির
(b) ক্যাঙারু
(c) খরগােস
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৯
ভারতে একটি 50 বছরের মাঝারি আকারের 50 টন ওজন বিশিষ্ট গড়পড়তা গাছের অর্থমূল্য আনুমানিক—
(a) 15,70,000 টাকা
(b) 18,70,000 টাকা
(c) 21,70,000 টাকা
উত্তর: A
➤➤➤প্রশ্ন:১০
স্থানীয় গাছগাছড়াকে দমিয়ে যে বিষাক্ত প্রজাতির গুল্ম দারুণভাবে বৃদ্ধি পায় সেটি হলাে—
(a) রাইজোবিয়াম
(b) ছত্রাক
(c) পার্থেনিয়াম
উত্তর: C
Comments
Post a Comment