মানুষ ও পরিবেশ
➤প্রশ্ন:১
মনুষ্যসৃষ্ট তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ হলাে—
(a) ক্যাডমিয়াম
(b) প্লুটোনিয়াম-239
(c) পােলােনিয়াম
উত্তর: B
➤প্রশ্ন:২
সারা পৃথিবীতে সব ধরনের মােটর যান থেকে বছরে নির্গত কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ প্রায়—
(a) 75 কোটি মেট্রিক টন
(b) 90 কোটি মেট্রিক টন
(c) 100 কোটি মেট্রিক টন
উত্তর: B
➤প্রশ্ন:৩
ওজোন স্তরে গহ্বর সৃষ্টির জন্য দায়ী—
(a) কার্বন মনােক্সাইড
(b) ক্লোরােফ্লুরােকার্বন
(c) মিথেন
উত্তর: B
➤প্রশ্ন:৪
শিল্প ও সেচের জন্য 2025 সালের মধ্যে অতিরিক্ত জলের প্রয়ােজন বাড়বে—
(a) 63 শতাংশ
(b) 73 শতাংশ
(c) 83 শতাংশ
উত্তর: B
➤প্রশ্ন:৫
প্রত্নতাত্ত্বিক নিদর্শন অনুসারে 30 লক্ষ বছর আগে প্রথম আদিম মানুষের আবির্ভাব হয়েছিল—
(a) আফ্রিকায়
(b) মিশরে
(c) গ্রিসে
উত্তর: A
➤প্রশ্ন:৬
2025 সালে পৃথিবীর রাস্তায় মােটরযান চলাচল করবে ?
(a) 100 কোটির বেশি
(b) 200 কোটির বেশি
(c) 300 কোটির বেশি
উত্তর: A
➤প্রশ্ন:৭
জলের সুস্থায়ী সংরক্ষণ ব্যবস্থাকে এক কথায় বলা হয়—
(a) নীল বিপ্লব
(b) সবুজ বিপ্লব
(c) লাল বিপ্লব
উত্তর: A
➤প্রশ্ন:৮
মিষ্টি জলের শতকরা কত ভাগ তরল জল হিসেবে পাওয়া যায় ?
(a) 30 ভাগ
(b) 40 ভাগ
(c) 20 ভাগ
উত্তর: C
➤প্রশ্ন:৯
বর্তমানে বিভিন্ন ধরনের ব্যবহৃত জীবনাশক রাসায়নিকের সংখ্যা—
(a) এক লক্ষাধিক
(b) দুই লক্ষাধিক
(c) তিন লক্ষাধিক
উত্তর: A
➤প্রশ্ন:১০
গ্রিন হাউস গ্যাস হলাে—
(a) কার্বন ডাই-অক্সাইড
(b) ক্লোরিন
(c) হাইড্রোজেন সালফাইড
উত্তর: A
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
মানুষ ও পরিবেশ সেট ৫[PREV]
মানুষ ও পরিবেশ সেট ৭[NEXT]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment