শক্তি
🟌🟌🟌প্রশ্ন:১
জ্বালানি কাঠ পােড়ালে শুধুমাত্র—
(a) 10 শতাংশ পরিমাণ শক্তি কাজে লাগে
(b) 20 শতাংশ পরিমাণ শক্তি কাজে লাগে
(c) 30 শতাংশ পরিমাণ শক্তি কাজে লাগে
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:২
জৈবগ্যাস উৎপাদন পদ্ধতিতে প্রাণীজ বর্জ্য এবং কৃষি বর্জ্য—
(a) 40 শতাংশ কার্বন ডাইঅক্সাইড গ্যাসে পরিণত হয়
(b) 50 শতাংশ কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়
(c) 60 শতাংশ কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৩
প্রতি 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি বছর জলবিদ্যুৎ কেন্দ্রে কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের পরিমাণ—
(a) 88,000 টন
(b) 78,000 টন
(c) 68,000 টন
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৪
ইস্পাতের বদলে অ্যালুমিনিয়াম, ফাইবার গ্লাস ইত্যাদি ব্যবহার করলে জ্বালানি সাশ্রয় হবে—
(a) শতকরা 8.8 ভাগ
(b) শতকরা 4.8 ভাগ
(c) শতকরা 6.8 ভাগ
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৫
সূর্য থেকে আগত সৌরশক্তি পৃথিবীতে এসে প্রতিফলিত হয়ে আবার মহাকাশে ফিরে যায় এর—
(a) 40 শতাংশ শক্তি
(b) 30 শতাংশ শক্তি
(c) 20 শতাংশ শক্তি
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৬
জৈবগ্যাস উৎপাদন পদ্ধতিতে প্রাণীজ বর্জ্য এবং কৃষি বর্জ্য—
(a) 60 শতাংশ মিথেনে পরিণত হয়
(b) 70 শতাংশ মিথেনে পরিণত হয়
(c) 80 শতাংশ মিথেনে পরিণত হয়
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৭
ইস্পাতের বদলে অ্যালুমিনিয়াম ফাইবার গ্লাস ইত্যাদি ব্যবহার করলে গাড়ির ওজন কমবে—
(a) শতকরা 20 ভাগ
(b) শতকরা 15 ভাগ
(c) শতকরা 10 ভাগ
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৮
স্থায়ী ভূতাত্ত্বিক অঞ্চলে প্রতি 100 মিটার গভীরে তাপমাত্রা বৃদ্ধি পায়—
(a) 5° সেলসিয়াস
(b) 4° সেলসিয়াস
(c) 3° সেলসিয়াস
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৯
প্রতি 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি বছর বায়ুচালিত বিদ্যুৎ কেন্দ্রে কার্বন ডাইঅক্সাইড উৎপাদনের পরিমাণ—
(a) 54,000 টন
(b) 44,000 টন
(c) 34,000 টন
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:১০
প্রাকৃতিক গ্যাসের সবচেয়ে প্রধান উপাদান হলাে—
(a) প্রােপেন
(b) বিউটেন
(c) মার্স গ্যাস বা মিথেন
উত্তর: C
Comments
Post a Comment