রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা
⮞⮞⮞⮞প্রশ্ন:১
রােমে পালিয়ে যাওয়া ক্রীতদাসকে কী বলা হত ?
(a) ভার্নি
(b) গ্ল্যাডিয়েটর
(c) প্যাট্রিসিয়ান
(d) ম্যানুমিসিও
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:২
সর্বপ্রথম খিস্টধর্ম গ্রহণ করেছিলেন রােমান সম্রাট—
(a) থিওডােরাস
(b) জুলিয়াস
(c) কনস্টানটাইন
(d) অগাস্টাস
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
গুপ্ত বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন—
(a) শ্রীগুপ্ত
(b) সমুদ্রগুপ্ত
(c) চন্দ্রগুপ্ত
(d) স্কন্দগুপ্ত
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
যাঁকে প্রথম স্বাধীন ও সার্বভৌম গুপ্ত সম্রাট বলে অনেক ঐতিহাসিক মনে করেন, তিনি হলেন—
(a) শ্রীগুপ্ত
(b) ঘটোৎকচগুপ্ত
(c) প্রথম চন্দ্রগুপ্ত
(d) সমুদ্রগুপ্ত
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
স্থাপত্যকর্মে সর্বপ্রথম পাথরের ব্যবহার শুরু করেছিল—
(a) মিশরীয়রা
(b) পারসিকরা
(c) রােমানরা
(d) গ্রিকরা
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
ভারতের নেপােলিয়ন বলা হয়—
(a) শ্রীগুপ্তকে
(b) স্কন্দগুপ্তকে
(c) সমুদ্রগুপ্তকে
(d) অশােকগুপ্তকে
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
স্পার্টাকাসের নেতৃত্বে কবে দাস বিদ্রোহ হয় ?
(a) ৩০ খ্রিস্টপূর্বাব্দে
(b) ৩৩ খ্রিস্টপূর্বাব্দে
(c) ৭৩ খ্রিস্টপূর্বাব্দে
(d) ৮৩ খ্রিস্টপূর্বাব্দে
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
প্রাচীন রােমে যে ধর্ম প্রচলিত ছিল, তা হল—
(a) আজীবিক ধর্ম
(b) শিন্টো ধর্ম
(c) একেশ্বরবাদী ধর্ম
(d) বহুত্ববাদী ধর্ম
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
রােমান সাম্রাজ্যে প্রথম দাস বিদ্রোহ ঘটে—
(a) সিসিলিতে
(b) রােমে
(c) গ্রিসে
(d) পারস্যে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
‘The History of the Decline and Fall of the Roman Empire’ গ্রন্থটির রচয়িতা হলেন—
(a) এডওয়ার্ড গিবন
(b) বিউরি
(c) নেমুর
(d) র্যাঙ্কে
উত্তর: A
⮞⮞⮞⮞
রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ৭[PREV]
রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ৯[NEXT]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment