রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা
⮞⮞⮞⮞প্রশ্ন:১
প্রাচীন মৌর্য যুগে—
(a) শিল্পের ক্ষেত্রে সার্বিক অগ্রগতি ঘটেনি
(b) গ্রিক দূত মেগাস্থিনিস ভারতে আসেন
(c) ভারতীয় সমাজে আটটি জাতির অস্তিত্ব ছিল বলে মেগাস্থিনিস উল্লেখ করেছেন
(d) সম্রাট অশােক সিন্ধু ও পাঞ্জাব থেকে গ্রিকদের বিতাড়িত করেন
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:২
ম্যাসিডনীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন—
(a) আরগিড
(b) ক্যারানাস
(c) পারডিক্কাস
(d) অ্যামিনটাস
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
সুপ্রাচীন রােম নগরীর প্রতিষ্ঠা হয়েছিল—
(a) ৭৫৩ খ্রি.পূ.
(b) ৩২৩ খ্রি.পূ.
(c) ২৪৩ খ্রি.পূ.
(d) ১৮৫ খ্রি.পূ.
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
মেগাস্থিনিস ছিলেন—
(a) আলেকজান্ডারের দূত
(b) পুরুর দূত
(c) সিজারের দূত
(d) সেলুকাসের দূত
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
মৌর্য বংশের পতন ঘটান—
(a) বৃহদ্রথ
(b) ধননন্দ
(c) পুষ্যমিত্র শুঙ্গ
(d) মহাপদ্মনন্দ
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
ম্যাসিডনীয় সাম্রাজ্যের ধ্বংসস্তূপের ওপর পরবর্তীকালে যে সাম্রাজ্য গড়ে উঠেছিল, তা হল —
(a) আক্কাদীয় সাম্রাজ্য
(b) মিডিয়ান সাম্রাজ্য
(c) রোমান সাম্রাজ্য
(d) অটোমান সাম্রাজ্য
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
সম্রাট অশোকের সমকালে বিশ্বের সর্ববৃহৎ সাম্রাজ্য ছিল—
(a) মৌর্য সাম্রাজ্য
(b) ম্যাসিডনীয় সাম্রাজ্য
(c) গ্রিক সাম্রাজ্য
(d) রোমান সাম্রাজ্য
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
মৌর্য সাম্রাজ্য সম্পর্কে বলা যায় যে—
(a) কোশল মহাজনপদকে কেন্দ্র করে মৌর্য সাম্রাজ্য গড়ে উঠেছিল
(b) মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন বিম্বিসার
(c) সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের শ্রেষ্ঠ অবদান ছিল শান্তিবাদী নীতি প্রচার
(d) মৌর্য সম্রাট অশােক কলিঙ্গকে মৌর্য সাম্রাজ্যভুক্ত করেছিলেন
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
‘বৃহৎসংহিতা' গ্রন্থটি রচনা করেন—
(a) আর্যভট্ট
(b) ব্রহ্মগুপ্ত
(c) বরাহমিহির
(d) দ্বিতীয় আর্যভট্ট
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক রাজা হলেন—
(a) বিম্বিসার
(b) অজাতশত্রু
(c) মহাপদ্ম নন্দ
(d) চন্দ্রগুপ্ত মৌর্য
উত্তর: C
⮞⮞⮞⮞
👉রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ১[PREV]
👉রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ৩[NEXT]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment