জৈব-বৈচিত্র্য
➤➤➤প্রশ্ন:১
ভারতে ‘লুপ্ত’ একটি প্রজাতির নাম—
(a) তুষার চিতা
(b) চিতা
(c) বারাশিঙ্গা
উত্তর: B
➤➤➤প্রশ্ন:২
ভারতে বিপন্ন স্তন্যপায়ী প্রাণীর প্রজাতির সংখ্যা—
(a) 93
(b) 39
(c) 49
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৩
‘রেসারপিন’ গাছের পাতার রস থেকে তৈরি হয়—
(a) উত্তেজনা বাড়ানাে ওষুধ
(b) হৃদরােগের ওষুধ
(c) প্রশান্তদায়ক ওষুধ
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৪
নীলগিরি জীবমণ্ডল সংরক্ষিত এলাকায় অবস্থিত—
(a) উড়িষ্যার বনাঞ্চলে
(b) সিকিমের বনাঞ্চলে
(c) কর্ণাটকের বনাঞ্চলে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৫
ভারতে পাওয়া যায় এমন পাখির মােট প্রজাতি সংখ্যা—
(a) 1028
(b) 1128
(c) 1228
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৬
ভারতবর্ষে 1951-1980 সালের মধ্যে নদী উপত্যকা পরিকল্পনাগুলাের জন্য বনভূমি ধবংস করা হয়েছে—
(a) 6,02,000 হেক্টর
(b) 5,02,000 হেক্টর
(c) 7,02,000 হেক্টর
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৭
সর্পগন্ধা ব্যবহূত হয়—
(a) স্নায়বিক রােগে
(b) চর্ম রােগে
(c) চোখের রােগে
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৮
ভারতবর্ষের উপজাতি জনগােষ্ঠী তাদের জীবনধারণের জন্য ব্যবহার করতাে—
(a) 5000 প্রজাতির বন্য উদ্ভিদ
(b) 6000 প্রজাতির বন্য উদ্ভিদ
(c) 4000 প্রজাতির বন্য উদ্ভিদ
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৯
রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যানে সারস পাখির সংখ্যা হ্রাসের অন্যতম কারণ হলাে—
(a) জলের সঙ্কট
(b) তাপমাত্রা বৃদ্ধি
(c) কীটনাশকের উপস্থিতি
উত্তর: C
➤➤➤প্রশ্ন:১০
ল্যান্টানা ক্যামেরা নামে বাহারি গাছ ভারতের বহু সংরক্ষিত বনভূমিতে দেখা যায় যা আনা হয়েছে—
(a) ব্রাজিল থেকে
(b) মেক্সিকো থেকে
(c) আফ্রিকা থেকে
উত্তর: B
Comments
Post a Comment