নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ধর্ম
✷প্রশ্ন:১
‘শরিয়ত’ কথাটির অর্থ হল—
‘শরিয়ত’ কথাটির অর্থ হল—
(a) ইসলামি বিধিবিধান
(b) জাকাতের বিধিবিধান
(c) নামাজ পালনের বিধিবিধান
(d) হজ যাত্রার বিধিবিধান
উত্তর: A
✷প্রশ্ন:২
আকবর ইবাদৎখানা স্থাপন করেন—
(a) ১৫৫৫ খ্রিস্টাব্দে
(b) ১৫৬৫ খ্রিস্টাব্দে
(c) ১৫৭৫ খ্রিস্টাব্দে
(d) ১৫৮৫ খ্রিস্টাব্দে
উত্তর: C
✷প্রশ্ন:৩
আকবরের ধর্মগুরু ছিলেন—
(a) মৈনুদ্দিন চিস্তি
(b) সেলিম চিস্তি
(c) শেখ সিহাবউদ্দিন সুরাবর্দি
(d) হামিদউদ্দিন নাগােরি
উত্তর: B
✷প্রশ্ন:৪
আকবর মাহজার জারি করেন—
(a) ১৫৭৫ খ্রিস্টাব্দে
(b) ১৫৭৭ খ্রিস্টাব্দে
(c) ১৫৭৯ খ্রিস্টাব্দে
(d) ১৫৮১ খ্রিস্টাব্দে
উত্তর: C
✷প্রশ্ন:৫
আলাউদ্দিন খলজি মারা যান—
(a) ১৩১৬ খ্রিস্টাব্দের ২ জানুয়ারি
(b) ১৩১৭ খ্রিস্টাব্দের ৩ জানুয়ারি
(c) ১৩১৮ খ্রিস্টাব্দের ৪ জানুয়ারি
(d) ১৩২০ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি
উত্তর: A
✷প্রশ্ন:৬
ইবাদৎখানা কথাটির অর্থ হল—
(a) প্রার্থনা সভা
(b) উপাসনা গৃহ
(c) ধর্মীয় সংগীতানুষ্ঠান
(d) ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান
উত্তর: B
✷প্রশ্ন:৭
মােগল সম্রাট আকবরের ধর্মনীতি সম্পর্কে বলা যায় যে—
(a) আকবর হিন্দুদের চাপে সুল-ই-কুল নীতি গ্রহণ করেন
(b) ‘দীন-ই-ইলাহি’ ধর্মের অর্থ হল ধর্মসহিষ্ণুতা
(c) আকবর জিজিয়া কর তুলে দিয়ে হিন্দুদের ওপর তীৰ্থকর আরােপ করেন
(d) আকবর নিজেকে কোরানের চূড়ান্ত ব্যাখ্যাকারী বলে ঘােষণা করেন
উত্তর: D
✷প্রশ্ন:৮
শরিয়ত হল—
(a) ধর্মীয় ও রাজনৈতিক অনুশাসন
(b) সামাজিক ও ধর্মীয় অনুশাসন
(c) রাষ্ট্রীয় ও সামাজিক অনুশাসন
(d) আর্থিক ও সামাজিক অনুশাসন
উত্তর: A
✷প্রশ্ন:৯
আকবর কবে জিজিয়া কর বাতিল করেন ?
(a) ১৫৬০ খ্রিস্টাব্দে
(b) ১৫৬৪ খ্রিস্টাব্দে
(c) ১৫৬৮ খ্রিস্টাব্দে
(d) ১৫৮০ খ্রিস্টাব্দে
উত্তর: B
✷প্রশ্ন:১০
শরিয়ত অনুসারে বিশ্বের ইসলামি রাষ্ট্রের শাসক হলেন—
(a) খলিফা
(b) সুলতান
(c) নবিজি
(d) উলেমা
উত্তর: A
Comments
Post a Comment