বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
ধর্ম
✷প্রশ্ন:১
‘শরিয়ত’ কথাটির অর্থ হল—
‘শরিয়ত’ কথাটির অর্থ হল—
(a) ইসলামি বিধিবিধান
(b) জাকাতের বিধিবিধান
(c) নামাজ পালনের বিধিবিধান
(d) হজ যাত্রার বিধিবিধান
উত্তর: A
✷প্রশ্ন:২
আকবর ইবাদৎখানা স্থাপন করেন—
(a) ১৫৫৫ খ্রিস্টাব্দে
(b) ১৫৬৫ খ্রিস্টাব্দে
(c) ১৫৭৫ খ্রিস্টাব্দে
(d) ১৫৮৫ খ্রিস্টাব্দে
উত্তর: C
✷প্রশ্ন:৩
আকবরের ধর্মগুরু ছিলেন—
(a) মৈনুদ্দিন চিস্তি
(b) সেলিম চিস্তি
(c) শেখ সিহাবউদ্দিন সুরাবর্দি
(d) হামিদউদ্দিন নাগােরি
উত্তর: B
✷প্রশ্ন:৪
আকবর মাহজার জারি করেন—
(a) ১৫৭৫ খ্রিস্টাব্দে
(b) ১৫৭৭ খ্রিস্টাব্দে
(c) ১৫৭৯ খ্রিস্টাব্দে
(d) ১৫৮১ খ্রিস্টাব্দে
উত্তর: C
✷প্রশ্ন:৫
আলাউদ্দিন খলজি মারা যান—
(a) ১৩১৬ খ্রিস্টাব্দের ২ জানুয়ারি
(b) ১৩১৭ খ্রিস্টাব্দের ৩ জানুয়ারি
(c) ১৩১৮ খ্রিস্টাব্দের ৪ জানুয়ারি
(d) ১৩২০ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি
উত্তর: A
✷প্রশ্ন:৬
ইবাদৎখানা কথাটির অর্থ হল—
(a) প্রার্থনা সভা
(b) উপাসনা গৃহ
(c) ধর্মীয় সংগীতানুষ্ঠান
(d) ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান
উত্তর: B
✷প্রশ্ন:৭
মােগল সম্রাট আকবরের ধর্মনীতি সম্পর্কে বলা যায় যে—
(a) আকবর হিন্দুদের চাপে সুল-ই-কুল নীতি গ্রহণ করেন
(b) ‘দীন-ই-ইলাহি’ ধর্মের অর্থ হল ধর্মসহিষ্ণুতা
(c) আকবর জিজিয়া কর তুলে দিয়ে হিন্দুদের ওপর তীৰ্থকর আরােপ করেন
(d) আকবর নিজেকে কোরানের চূড়ান্ত ব্যাখ্যাকারী বলে ঘােষণা করেন
উত্তর: D
✷প্রশ্ন:৮
শরিয়ত হল—
(a) ধর্মীয় ও রাজনৈতিক অনুশাসন
(b) সামাজিক ও ধর্মীয় অনুশাসন
(c) রাষ্ট্রীয় ও সামাজিক অনুশাসন
(d) আর্থিক ও সামাজিক অনুশাসন
উত্তর: A
✷প্রশ্ন:৯
আকবর কবে জিজিয়া কর বাতিল করেন ?
(a) ১৫৬০ খ্রিস্টাব্দে
(b) ১৫৬৪ খ্রিস্টাব্দে
(c) ১৫৬৮ খ্রিস্টাব্দে
(d) ১৫৮০ খ্রিস্টাব্দে
উত্তর: B
✷প্রশ্ন:১০
শরিয়ত অনুসারে বিশ্বের ইসলামি রাষ্ট্রের শাসক হলেন—
(a) খলিফা
(b) সুলতান
(c) নবিজি
(d) উলেমা
উত্তর: A

Comments
Post a Comment