বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
ধর্ম
⭐প্রশ্ন:১
“সবে মুনিসে পজা মমা”—এই উক্তিটি হল—
“সবে মুনিসে পজা মমা”—এই উক্তিটি হল—
(a) মৌর্য সম্রাট অশোকের
(b) গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের
(c) হর্ষঙ্ক বংশের রাজা হর্ষবর্ধনের
(d) বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের
উত্তর: A
⭐প্রশ্ন:২
প্রজাদের মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য অশােক যে অলৌকিক দৃশ্য দেখানাের ব্যবস্থা করেন তাঁর উল্লেখ রয়েছে—
(a) চতুর্থ প্রধান শিলালেখতে
(b) নবম প্রধান শিলালেখতে
(c) একাদশ প্রধান শিলালেখতে
(d) তৃতীয় অপ্রধান শিলালেখতে
উত্তর: A
⭐প্রশ্ন:৩
সম্রাট অশােক তৃতীয় বৌদ্ধ সংগীতি আহ্বান করেন—
(a) পাটালিপুত্রে
(b) কলিঙ্গে
(c) বৈশালীতে
(d) সারনাথে
উত্তর: A
⭐প্রশ্ন:৪
আলাউদ্দিন খলজির রাজত্বকাল স্থায়ী হয়েছিল—
(a) ১০ বছর
(b) ২০ বছর
(c) ২৫ বছর
(d) ৩০ বছর
উত্তর: B
⭐প্রশ্ন:৫
‘ধম্ম’ পালনের জন্য অশােক যেসব নিয়মবিধি উল্লেখ করেছেন তা কোন্ শিলালেখের অন্তর্ভুক্ত ?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ
উত্তর: C
⭐প্রশ্ন:৬
আলাউদ্দিন খলজির প্রকৃত নাম ছিল—
(a) সিদি মৌলা
(b) মালিক চাজ্জু
(c) আলি গুরুসাস্প
(d) উমর খাঁ
উত্তর: C
⭐প্রশ্ন:৭
অশােকের অনুশাসনগুলির বেশিরভাগই রচিত হয়েছিল যে ভাষায়, তা হল—
(a) সংস্কৃত
(b) পালি
(c) প্রাকৃত
(d) মাগধি প্রাকৃত
উত্তর: C
⭐প্রশ্ন:৮
অশােক বুদ্ধদেবের বাণী ও আদর্শ প্রচারের জন্য নিয়ােজিত করেন—
(a) ধম্ম মহামাত্র নামে কর্মচারী
(b) রাজুক নামে কর্মচারী
(c) যুত নামে কর্মচারী
(d) ব্রজভূমিক নামে কর্মচারী
উত্তর: A
⭐প্রশ্ন:৯
অশােকের নেতৃত্বে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগীতির আয়ােজন করা হয়—
(a) খ্রি.পূ. ২৫০ অব্দে
(b) খ্রি.পূ. ২৪৮ অব্দে
(c) খ্রি.পূ. ২৫১ অব্দে
(d) খ্রি.পূ. ২৫৩ অব্দে
উত্তর: A
⭐প্রশ্ন:১০
আশেক তাঁর ধম্মের বাণীগুলি প্রজাসাধারণের মধ্যে প্রচারের লক্ষ্যে পাহাড় বা স্তম্ভের গায়ে সেগুলি খােদাই করেন। এরকম খােদিত প্রাপ্ত লিপির সংখ্যা—
(a) ৩০ টি
(b) ৩৫ টি
(c) ৪০ টি
(d) ৪৫ টি
উত্তর: B

Comments
Post a Comment