নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ধর্ম
⭐প্রশ্ন:১
“সবে মুনিসে পজা মমা”—এই উক্তিটি হল—
“সবে মুনিসে পজা মমা”—এই উক্তিটি হল—
(a) মৌর্য সম্রাট অশোকের
(b) গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের
(c) হর্ষঙ্ক বংশের রাজা হর্ষবর্ধনের
(d) বাংলার সেন বংশের রাজা লক্ষণ সেনের
উত্তর: A
⭐প্রশ্ন:২
প্রজাদের মানসিক ও আধ্যাত্মিক উন্নতির জন্য অশােক যে অলৌকিক দৃশ্য দেখানাের ব্যবস্থা করেন তাঁর উল্লেখ রয়েছে—
(a) চতুর্থ প্রধান শিলালেখতে
(b) নবম প্রধান শিলালেখতে
(c) একাদশ প্রধান শিলালেখতে
(d) তৃতীয় অপ্রধান শিলালেখতে
উত্তর: A
⭐প্রশ্ন:৩
সম্রাট অশােক তৃতীয় বৌদ্ধ সংগীতি আহ্বান করেন—
(a) পাটালিপুত্রে
(b) কলিঙ্গে
(c) বৈশালীতে
(d) সারনাথে
উত্তর: A
⭐প্রশ্ন:৪
আলাউদ্দিন খলজির রাজত্বকাল স্থায়ী হয়েছিল—
(a) ১০ বছর
(b) ২০ বছর
(c) ২৫ বছর
(d) ৩০ বছর
উত্তর: B
⭐প্রশ্ন:৫
‘ধম্ম’ পালনের জন্য অশােক যেসব নিয়মবিধি উল্লেখ করেছেন তা কোন্ শিলালেখের অন্তর্ভুক্ত ?
(a) প্রথম
(b) দ্বিতীয়
(c) তৃতীয়
(d) চতুর্থ
উত্তর: C
⭐প্রশ্ন:৬
আলাউদ্দিন খলজির প্রকৃত নাম ছিল—
(a) সিদি মৌলা
(b) মালিক চাজ্জু
(c) আলি গুরুসাস্প
(d) উমর খাঁ
উত্তর: C
⭐প্রশ্ন:৭
অশােকের অনুশাসনগুলির বেশিরভাগই রচিত হয়েছিল যে ভাষায়, তা হল—
(a) সংস্কৃত
(b) পালি
(c) প্রাকৃত
(d) মাগধি প্রাকৃত
উত্তর: C
⭐প্রশ্ন:৮
অশােক বুদ্ধদেবের বাণী ও আদর্শ প্রচারের জন্য নিয়ােজিত করেন—
(a) ধম্ম মহামাত্র নামে কর্মচারী
(b) রাজুক নামে কর্মচারী
(c) যুত নামে কর্মচারী
(d) ব্রজভূমিক নামে কর্মচারী
উত্তর: A
⭐প্রশ্ন:৯
অশােকের নেতৃত্বে পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগীতির আয়ােজন করা হয়—
(a) খ্রি.পূ. ২৫০ অব্দে
(b) খ্রি.পূ. ২৪৮ অব্দে
(c) খ্রি.পূ. ২৫১ অব্দে
(d) খ্রি.পূ. ২৫৩ অব্দে
উত্তর: A
⭐প্রশ্ন:১০
আশেক তাঁর ধম্মের বাণীগুলি প্রজাসাধারণের মধ্যে প্রচারের লক্ষ্যে পাহাড় বা স্তম্ভের গায়ে সেগুলি খােদাই করেন। এরকম খােদিত প্রাপ্ত লিপির সংখ্যা—
(a) ৩০ টি
(b) ৩৫ টি
(c) ৪০ টি
(d) ৪৫ টি
উত্তর: B
Comments
Post a Comment