জৈব-বৈচিত্র্য
➤➤➤প্রশ্ন:১
ভারতবর্ষে প্রাণী প্রজাতি বৈচিত্র্যের মধ্যে আছে—
(a) 2564 মাছ
(b) 2664 মাছ
(c) 2764 মাছ
উত্তর: A
➤➤➤প্রশ্ন:২
বায়ুদূষণের কারণে পােল্যান্ডের একটি জাতীয় উদ্যানের বিলুপ্ত হয়ে যাওয়া প্রাণী ও উদ্ভিদের সংখ্যা—
(a) 53 টি
(b) 43 টি
(c) 33 টি
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৩
ভারতের মােট প্রাণী প্রজাতির সংখ্যা—
(a) 81,000
(b) 91,000
(c) 71,000
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৪
বাস্তুতন্ত্র রক্ষা এবং উন্নয়নের বিকল্প মডেল উদ্ভাবনের পরীক্ষাগার হিসাবে সারা দেশে জৈবমণ্ডল স্থাপন করা হয়েছে—
(a) 12 টি
(b) 13 টি
(c) 14 টি
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৫
কনভেনশন অফ বায়ােডাইভারসিটি অনুষ্ঠিত হয় 1992 সালে—
(a) ব্রাজিলে
(b) সুইডেনে
(c) আফ্রিকায়
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৬
ইয়াম (ডাইওস্কোরিয়া ডেলটয়ডিয়া) নামক প্রজাতির গাছ থেকে—
(a) ক্যানসারের ওষুধ তৈরি হয়
(b) হাঁপানির ওষুধ তৈরি হয়
(c) জনন নিরােধক ওষুধ তৈরি হয়
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৭
প্রতিবছর গােয়র সমুদ্রোপকূলে জমা হয় পেট্রোলিয়াম শােধনের উপজাত হিসেবে—
(a) 40 টন আলকাতরা মন্ড
(b) 50 টন আলকাতরা মন্ড
(c) 60 টন আলকাতরা মন্ড
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৮
আমাদের দেশে বন্য প্রাণী অভয়ারণ্যের সংখ্যা—
(a) 400 টি
(b) 500 টি
(c) 600 টি
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৯
বাজ ও চিল জাতীয় পাখির উচ্চ মৃত্যুর হারের কারণ—
(a) বায়ুদূষণ
(b) কীটনাশক
(c) চোরাশিকার
উত্তর: B
➤➤➤প্রশ্ন:১০
নবতম জৈব-বৈচিত্র্য আইন (Biodivercity Act) লােকসভায় অনুমােদন পেয়েছে—
(a) 2000 সালে
(b) 2001 সালে
(c) 2002 সালে
উত্তর: C
Comments
Post a Comment