পরিবেশ ও উন্নয়ন
🟌🟌🟌প্রশ্ন:১
তৃতীয় বিশ্বের কত সংখ্যক মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে—
(a) 120 কোটি
(b) 150 কোটি
(c) 140 কোটি
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:২
উন্নত দেশগুলাের জনসংখ্যা পৃথিবীর মােট জনসংখ্যার শতকরা—
(a) 20 ভাগ
(b) 30 ভাগ
(c) 40 ভাগ
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৩
ইন্টারন্যাশনাল মেইজ অ্যান্ড হুইট ইমপ্রুভমেন্ট সেন্টারটি অবস্থিত হলাে—
(a) মেক্সিকোতে
(b) স্পেনে
(c) নিউইয়র্কে
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৪
মরভূমিকরণের প্রধান কারণ হলাে—
(a) বায়ুপ্রবাহের সময়কাল
(b) মাটির তলার জল তুলে নেওয়া
(c) বনাঞ্চল ধ্বংস
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৫
প্রতিবছর সারা বিশ্বে উৎপাদক মৃত্তিকা ক্ষয় হয়—
(a) 6,50,000 লক্ষ টন
(b) 8,50,000 লক্ষ টন
(c) 7,50,000 লক্ষ টন
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৬
সারা বিশ্বে শুষ্ক মরু অঞ্চল এবং আধা শুষ্ক অঞ্চল ছড়িয়ে আছে—
(a) 33 শতাংশ জুড়ে
(b) 43 শতাংশ জুড়ে
(c) 53 শতাংশ জুড়ে
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৭
2000 সালে AIDS-এ সারা বিশ্বে আক্রান্ত মানুষের সংখ্যা—
(a) 340 লক্ষ
(b) 440 লক্ষ
(c) 240 লক্ষ
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৮
প্রতি বছর পৃথিবী থেকে ক্রান্তীয় বনাঞ্চল ধ্বংস হয়ে যাচ্ছে—
(a) 130 লক্ষ হেক্টর
(b) 120 লক্ষ হেক্টর
(c) 110 লক্ষ হেক্টর
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৯
কত সালে স্ক্যান্ডিনেভিয়ার পরিবেশবিদ্ পরিবেশে অম্লতা বৃদ্ধির বিষয়ে আমাদের সতর্ক করেছিলেন ?
(a) 1960
(b) 1970
(c) 1950
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:১০
ভারতবর্ষে ভূমিক্ষয়ের বার্ষিক হার প্রায়—
(a) 40,000 লক্ষ টন
(b) 60,000 লক্ষ টন
(c) 50,000 লক্ষ টন
উত্তর: B
Comments
Post a Comment