বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ
⮞⮞⮞⮞প্রশ্ন:১
টমাস হবসের মতে, প্রাকৃতিক আইন হল—
(a) পারস্পরিক বিবেচনাপ্রসূত স্বাভাবিক কিছু পরামর্শ
(b) প্রকৃতির রাজ্যের নিয়মকানুন
(c) পূর্বপ্রচলিত আইনকানুন
(d) প্রকৃতির স্বাভাবিক নিয়মসমূহ
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:২
সামাজিক চুক্তি মতবাদকে রাষ্ট্রের উৎস হিসেবে বর্ণনা করেছেন—
(a) রুশো
(b) জন লক
(c) হবস
(d) মন্তেস্কু
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
‘টু ট্রিটিজেস অব গভর্নমেন্ট’ গ্রন্থের রচয়িতা কে ?
(a) হবস
(b) লক
(c) রুশো
(d) মন্তেস্কু
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
ঝড়ের পাখি বলা হত—
(a) রুশােকে
(b) ভলতেয়ারকে
(c) মন্তেস্কুকে
(d) দালেমবেয়ারকে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
‘লেভিয়াথান’ গ্রন্থের রচয়িতা হলেন—
(a) সিমেরো
(b) ম্যাকিয়াভেলি
(c) জাঁ বোঁদা
(d) হবস
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
জাঁ জ্যাঁক রুশাে ছিলেন—
(a) ফরাসি দার্শনিক
(b) ব্রিটিশ দার্শনিক
(c) জার্মান দার্শনিক
(d) রোমান দার্শনিক
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
উদারনীতিবাদের জন্মদাতা বলা হয়—
(a) টমাস হবসকে
(b) জন লককে
(c) হেগেলকে
(d) টমাস হিল গ্রিনকে
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
টমাস হবসের মতে—
(a) শান্তি ও নিরাপত্তার জন্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অবসান ঘটানাে দরকার
(b) প্রজাতন্ত্র হল শ্রেষ্ঠ শাসনব্যবস্থা
(c) রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বেও চূড়ান্ত রাজনৈতিক কর্তৃত্বের অস্তিত্ব ছিল
(d) প্রকৃতির রাজ্য ছিল দরিদ্র, নিঃসঙ্গ ও ঘৃণ্য
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
অভিজ্ঞতাবাদ (Empiricism)-এর প্রবর্তক ছিলেন—
(a) জন লক
(b) জেরেমি বেন্থাম
(c) জন স্টুয়ার্ট মিল
(d) হেগেল
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
জন লক ছিলেন—
(a) ব্রিটিশ রাষ্ট্রচিন্তাবিদ
(b) রুশ রাষ্ট্রচিন্তাবিদ
(c) মার্কিন রাষ্ট্রচিন্তাবিদ
(d) জার্মান রাষ্ট্রচিন্তাবিদ
উত্তর: A
⮞⮞⮞⮞
রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ সেট ১০[PREV]
⮞⮞⮞⮞

Comments
Post a Comment