নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ
⮞⮞⮞⮞প্রশ্ন:১
টমাস হবসের মতে, প্রাকৃতিক আইন হল—
(a) পারস্পরিক বিবেচনাপ্রসূত স্বাভাবিক কিছু পরামর্শ
(b) প্রকৃতির রাজ্যের নিয়মকানুন
(c) পূর্বপ্রচলিত আইনকানুন
(d) প্রকৃতির স্বাভাবিক নিয়মসমূহ
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:২
সামাজিক চুক্তি মতবাদকে রাষ্ট্রের উৎস হিসেবে বর্ণনা করেছেন—
(a) রুশো
(b) জন লক
(c) হবস
(d) মন্তেস্কু
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
‘টু ট্রিটিজেস অব গভর্নমেন্ট’ গ্রন্থের রচয়িতা কে ?
(a) হবস
(b) লক
(c) রুশো
(d) মন্তেস্কু
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
ঝড়ের পাখি বলা হত—
(a) রুশােকে
(b) ভলতেয়ারকে
(c) মন্তেস্কুকে
(d) দালেমবেয়ারকে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
‘লেভিয়াথান’ গ্রন্থের রচয়িতা হলেন—
(a) সিমেরো
(b) ম্যাকিয়াভেলি
(c) জাঁ বোঁদা
(d) হবস
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
জাঁ জ্যাঁক রুশাে ছিলেন—
(a) ফরাসি দার্শনিক
(b) ব্রিটিশ দার্শনিক
(c) জার্মান দার্শনিক
(d) রোমান দার্শনিক
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
উদারনীতিবাদের জন্মদাতা বলা হয়—
(a) টমাস হবসকে
(b) জন লককে
(c) হেগেলকে
(d) টমাস হিল গ্রিনকে
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
টমাস হবসের মতে—
(a) শান্তি ও নিরাপত্তার জন্য রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতার অবসান ঘটানাে দরকার
(b) প্রজাতন্ত্র হল শ্রেষ্ঠ শাসনব্যবস্থা
(c) রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বেও চূড়ান্ত রাজনৈতিক কর্তৃত্বের অস্তিত্ব ছিল
(d) প্রকৃতির রাজ্য ছিল দরিদ্র, নিঃসঙ্গ ও ঘৃণ্য
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
অভিজ্ঞতাবাদ (Empiricism)-এর প্রবর্তক ছিলেন—
(a) জন লক
(b) জেরেমি বেন্থাম
(c) জন স্টুয়ার্ট মিল
(d) হেগেল
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
জন লক ছিলেন—
(a) ব্রিটিশ রাষ্ট্রচিন্তাবিদ
(b) রুশ রাষ্ট্রচিন্তাবিদ
(c) মার্কিন রাষ্ট্রচিন্তাবিদ
(d) জার্মান রাষ্ট্রচিন্তাবিদ
উত্তর: A
⮞⮞⮞⮞
রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ সেট ১০[PREV]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment