প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য
প্রশ্ন:১
মধ্যযুগের ইউরােপের নাইটদের সম্পর্কে বলা যায় যে—
মধ্যযুগের ইউরােপের নাইটদের সম্পর্কে বলা যায় যে—
(a) নাইটরা ছিল নিম্নবংশীয় যােদ্ধা
(b) নাইটদের একমাত্র আচরণবিধি ছিল যুদ্ধ করা
(c) নাইটরা ফ্রান্সে ট্রবাদুর নামে পরিচিত হত
(d) নাইটরা ‘টুর্নামেন্ট’ নামে কৃত্রিম যুদ্ধে অংশ নিত
উত্তর: D
প্রশ্ন:২
কে ‘অনুগামী-পৃষ্ঠপােষক’ প্রথাকে সামন্ততন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করেন ?
(a) আবে দুবাে
(b) বােলাঁভিয়ের
(c) মার্ক ব্লখ
(d) লেনিন
উত্তর: A
প্রশ্ন:৩
‘অনুগামী পৃষ্ঠপােষক প্রথা’ প্রচলিত ছিল প্রাচীন—
(a) গ্রিসে
(b) মিশরে
(c) রোমে
(d) স্পার্টায়
উত্তর: C
প্রশ্ন:৪
ইউরােপের সামন্ততান্ত্রিক স্তরবিন্যাসের কাঠামােটি ছিল—
(a) বৃত্তাকার
(b) ত্রিভুজাকার
(c) পিরামিডাকার
(d) চতুর্ভুজাকার
উত্তর: C
প্রশ্ন:৫
নাইটদের আদর্শ জীবনযাপন পদ্ধতিকে বলা হত—
(a) ট্রুবাদুর
(b) ট্রেনান্ট
(c) শিভ্যালরি
(d) ডিমিন
উত্তর: C
প্রশ্ন:৬
কে ‘কমিটেটাস’ প্রথাকে সামন্ততন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করেন ?
(a) আবে দুবাে
(b) বােলাঁভিয়ের
(c) মার্ক ব্লখ
(d) হেনরি পিরেন
উত্তর: B
প্রশ্ন:৭
নাইট বলতে বােঝাত—
(a) কৃষক শ্রেণি
(b) ব্রাহ্মণ শ্রেণি
(c) সামন্ত শ্রেণি
(d) যোদ্ধা শ্রেণি
উত্তর: D
প্রশ্ন:৮
কমিটেটাস প্রথার চালু ছিল—
(a) ইংল্যান্ডে
(b) ফ্রান্সে
(c) জার্মানিতে
(d) রাশিয়াতে
উত্তর: C
প্রশ্ন:৯
মধ্যযুগের ইউরােপের সামন্ততান্ত্রিক যুগকে দুটি পর্বে বিভক্ত করেছেন—
(a) হেনরি পিরেন
(b) বােলাঁভিয়ের
(c) কার্ল মার্কস
(d) মার্ক ব্লখ
উত্তর: D
প্রশ্ন:১০
সামন্ততন্ত্রকে সমর্থন করেছেন—
(a) বােলাঁভিয়ের
(b) আবে দুবাে
(c) মার্ক ব্লখ
(d) হেনরি পিরেন
উত্তর: A
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ২[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞

Comments
Post a Comment