বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য
প্রশ্ন:১
মধ্যযুগের ইউরােপের নাইটদের সম্পর্কে বলা যায় যে—
মধ্যযুগের ইউরােপের নাইটদের সম্পর্কে বলা যায় যে—
(a) নাইটরা ছিল নিম্নবংশীয় যােদ্ধা
(b) নাইটদের একমাত্র আচরণবিধি ছিল যুদ্ধ করা
(c) নাইটরা ফ্রান্সে ট্রবাদুর নামে পরিচিত হত
(d) নাইটরা ‘টুর্নামেন্ট’ নামে কৃত্রিম যুদ্ধে অংশ নিত
উত্তর: D
প্রশ্ন:২
কে ‘অনুগামী-পৃষ্ঠপােষক’ প্রথাকে সামন্ততন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করেন ?
(a) আবে দুবাে
(b) বােলাঁভিয়ের
(c) মার্ক ব্লখ
(d) লেনিন
উত্তর: A
প্রশ্ন:৩
‘অনুগামী পৃষ্ঠপােষক প্রথা’ প্রচলিত ছিল প্রাচীন—
(a) গ্রিসে
(b) মিশরে
(c) রোমে
(d) স্পার্টায়
উত্তর: C
প্রশ্ন:৪
ইউরােপের সামন্ততান্ত্রিক স্তরবিন্যাসের কাঠামােটি ছিল—
(a) বৃত্তাকার
(b) ত্রিভুজাকার
(c) পিরামিডাকার
(d) চতুর্ভুজাকার
উত্তর: C
প্রশ্ন:৫
নাইটদের আদর্শ জীবনযাপন পদ্ধতিকে বলা হত—
(a) ট্রুবাদুর
(b) ট্রেনান্ট
(c) শিভ্যালরি
(d) ডিমিন
উত্তর: C
প্রশ্ন:৬
কে ‘কমিটেটাস’ প্রথাকে সামন্ততন্ত্রের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান বলে মনে করেন ?
(a) আবে দুবাে
(b) বােলাঁভিয়ের
(c) মার্ক ব্লখ
(d) হেনরি পিরেন
উত্তর: B
প্রশ্ন:৭
নাইট বলতে বােঝাত—
(a) কৃষক শ্রেণি
(b) ব্রাহ্মণ শ্রেণি
(c) সামন্ত শ্রেণি
(d) যোদ্ধা শ্রেণি
উত্তর: D
প্রশ্ন:৮
কমিটেটাস প্রথার চালু ছিল—
(a) ইংল্যান্ডে
(b) ফ্রান্সে
(c) জার্মানিতে
(d) রাশিয়াতে
উত্তর: C
প্রশ্ন:৯
মধ্যযুগের ইউরােপের সামন্ততান্ত্রিক যুগকে দুটি পর্বে বিভক্ত করেছেন—
(a) হেনরি পিরেন
(b) বােলাঁভিয়ের
(c) কার্ল মার্কস
(d) মার্ক ব্লখ
উত্তর: D
প্রশ্ন:১০
সামন্ততন্ত্রকে সমর্থন করেছেন—
(a) বােলাঁভিয়ের
(b) আবে দুবাে
(c) মার্ক ব্লখ
(d) হেনরি পিরেন
উত্তর: A
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ২[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞

Comments
Post a Comment