শক্তি
🟌🟌🟌প্রশ্ন:১
1950 থেকে 1990 সালের মধ্যে বিশ্বে শক্তির চাহিদা বেড়েছে—
(a) চারগুণ
(b) পাঁচগুণ
(c) ছয়গুণ
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:২
ভারতে গবাদি পশুর অপর্যাপ্ত পরিমাণ মল বা গােবর থেকে বছরে বায়ােগ্যাস উৎপাদনের সুযােগ আছে—
(a) 3,24,250 লক্ষ ঘনমিটার
(b) 2,24,250 লক্ষ ঘনমিটার
(c) 4,24,250 লক্ষ ঘনমিটার
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৩
ভারতে যা মােট কয়লা সঞ্চয়ের পরিমাণ তা প্রায় আমাদের কয়লা জুগিয়ে যাবে আগামী—
(a) 250 বছর ধরে
(b) 500 বছর ধরে
(c) 300 বছর ধরে
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৪
প্রতি 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রতি বছর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে কার্বন ডাই-অক্সাইড উৎপাদনের পরিমাণ—
(a) 2,30,000 টন
(b) 50,000 টন
(c) 1,00,000 টন
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৫
বর্তমানে দ্রুত অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে উন্নয়নের সূচক হিসেবে ধরা হয়—
(a) সম্পদের ব্যবহার
(b) যন্ত্রের ব্যবহার
(c) শক্তির ব্যবহার
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৬
কোনােরকম জালানি ছাড়াই রান্না করা সম্ভব—
(a) সৌররন্ধন যন্ত্রের সাহায্যে
(b) তাপশক্তির সাহায্যে
(c) ভূতাপ শক্তির সাহায্যে
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৭
পরিবেশকে পুরােপুরি দূষণমুক্ত রাখে—
(a) তাপ বিদ্যুৎ উৎপাদন
(b) পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন
(c) বায়ুবিদ্যুৎ উৎপাদন
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৮
চিপকো আন্দোলনের নেতার নাম—
(a) মহেশ ভট্ট
(b) মেধা পাটেকর
(c) শ্রী সুন্দরলাল বহুগুণা
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৯
ভারতে কচ্ছ উপকূলে, ক্যাম্বে উপসাগরে এবং সুন্দরবনে সম্ভাবনা আছে—
(a) বায়ুশক্তি উৎপাদনের
(b) কোটালশক্তি উৎপাদনের
(c) জলবিদ্যুৎ উৎপাদনের
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:১০
ভারতে শক্তির প্রাথমিক সরবরাহের শতকরা 40 ভাগ আসে—
(a) কয়লা থেকে
(b) কাঠ ও গােবর থেকে
(c) পেট্রোলিয়াম থেকে
উত্তর: B
Comments
Post a Comment