প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
দিগন্তের প্রসার
➤➤➤প্রশ্ন:১
মুদ্রণ বিপ্লবের পূর্বে হাতে লেখা পুথি রচনায় একাধিপত্য স্থাপিত হয়েছিল—
মুদ্রণ বিপ্লবের পূর্বে হাতে লেখা পুথি রচনায় একাধিপত্য স্থাপিত হয়েছিল—
(a) লেখকের
(b) বিশ্ববিদ্যালয়ের
(c) রাজার
(d) ধর্মীয় প্রতিষ্ঠানগুলির
উত্তর: D
➤➤➤প্রশ্ন:২
‘টারশ’ হল—
(a) চিনের মুদ্রণ পদ্ধতি
(b) মিশরীয় ব্লক ছাপার রীতি
(c) জার্মানির মুদ্রণরীতি
(d) ভারতীয় প্রাচীন মুদ্রণরীতি
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৩
কাঠের ওপর খোদাই করা ব্লক প্রিন্টিং প্রথম আবিষ্কৃত হয়—
(a) আরবে
(b) জার্মানিতে
(c) চিনে
(d) ফ্রান্সে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৪
মধ্যযুগে ইউরােপে সাহিত্য রচনার একমাত্র মাধ্যম ছিল—
(a) ইংরেজি ভাষা
(b) লাতিন ভাষা
(c) জার্মান ভাষা
(d) ফরাসি ভাষা
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৫
কোন্ দেশে প্রথম মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় ?
(a) ইংল্যান্ড
(b) জার্মানি
(c) ভারত
(d) চিন
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৬
গ্যালিলিয়াে, কোপারনিকাস, টাইকো ব্রাহে, উইলিয়াম হার্ভে প্রমুখের আবিষ্কারের কথা সাধারণ মানুষ জানতে পারে—
(a) লােকের কাছ থেকে শুনে
(b) চার্চের প্রচারের মাধ্যমে
(c) বইয়ের মাধ্যমে
(d) বিজ্ঞানীদের নিজেদের প্রচারের মাধ্যমে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৭
মুদ্রণ বিপ্লবের ফলে—
(a) বিজ্ঞান শিক্ষা ব্যাহত হয়েছিল
(b) চার্চের সুবিধা হয়েছিল
(c) ধর্মসংস্কার আন্দোলন থেমে গিয়েছিল
(d) ধর্মসংস্কার আন্দোলন তীব্র হয়েছিল
উত্তর: D
➤➤➤প্রশ্ন:৮
মুদ্রণ যন্ত্রের মাধ্যমে বইপত্র ছাপার কাজ শুরু হয়—
(a) চতুর্দশ শতকে
(b) পঞ্চদশ শতকে
(c) ষােড়শ শতকে
(d) সপ্তদশ শতকে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৯
‘জাতক পদ্ধতি’ গ্রন্থের রচয়িতা—
(a) আর্যভট্ট
(b) বরাহমিহির
(c) অ্যারিস্টটল
(d) শ্রীপতি
উত্তর: D
➤➤➤প্রশ্ন:১০
প্রুফ দেখার সুযােগ না থাকায় বইপত্রে প্রচুর ভুল ভ্রান্তি থাকত—
(a) হাতে লেখা পুঁথিতে
(b) মুদ্রণযন্ত্রে ছাপানাে বইতে
(c) কাঠের ব্লকে ছাপানাে বইতে
(d) বিশ্ববিদ্যালয়ের বইতে
উত্তর: A

Comments
Post a Comment