নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
দিগন্তের প্রসার
➤➤➤প্রশ্ন:১
মুদ্রণ বিপ্লবের পূর্বে হাতে লেখা পুথি রচনায় একাধিপত্য স্থাপিত হয়েছিল—
মুদ্রণ বিপ্লবের পূর্বে হাতে লেখা পুথি রচনায় একাধিপত্য স্থাপিত হয়েছিল—
(a) লেখকের
(b) বিশ্ববিদ্যালয়ের
(c) রাজার
(d) ধর্মীয় প্রতিষ্ঠানগুলির
উত্তর: D
➤➤➤প্রশ্ন:২
‘টারশ’ হল—
(a) চিনের মুদ্রণ পদ্ধতি
(b) মিশরীয় ব্লক ছাপার রীতি
(c) জার্মানির মুদ্রণরীতি
(d) ভারতীয় প্রাচীন মুদ্রণরীতি
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৩
কাঠের ওপর খোদাই করা ব্লক প্রিন্টিং প্রথম আবিষ্কৃত হয়—
(a) আরবে
(b) জার্মানিতে
(c) চিনে
(d) ফ্রান্সে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৪
মধ্যযুগে ইউরােপে সাহিত্য রচনার একমাত্র মাধ্যম ছিল—
(a) ইংরেজি ভাষা
(b) লাতিন ভাষা
(c) জার্মান ভাষা
(d) ফরাসি ভাষা
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৫
কোন্ দেশে প্রথম মুদ্রণযন্ত্র আবিষ্কার হয় ?
(a) ইংল্যান্ড
(b) জার্মানি
(c) ভারত
(d) চিন
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৬
গ্যালিলিয়াে, কোপারনিকাস, টাইকো ব্রাহে, উইলিয়াম হার্ভে প্রমুখের আবিষ্কারের কথা সাধারণ মানুষ জানতে পারে—
(a) লােকের কাছ থেকে শুনে
(b) চার্চের প্রচারের মাধ্যমে
(c) বইয়ের মাধ্যমে
(d) বিজ্ঞানীদের নিজেদের প্রচারের মাধ্যমে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৭
মুদ্রণ বিপ্লবের ফলে—
(a) বিজ্ঞান শিক্ষা ব্যাহত হয়েছিল
(b) চার্চের সুবিধা হয়েছিল
(c) ধর্মসংস্কার আন্দোলন থেমে গিয়েছিল
(d) ধর্মসংস্কার আন্দোলন তীব্র হয়েছিল
উত্তর: D
➤➤➤প্রশ্ন:৮
মুদ্রণ যন্ত্রের মাধ্যমে বইপত্র ছাপার কাজ শুরু হয়—
(a) চতুর্দশ শতকে
(b) পঞ্চদশ শতকে
(c) ষােড়শ শতকে
(d) সপ্তদশ শতকে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৯
‘জাতক পদ্ধতি’ গ্রন্থের রচয়িতা—
(a) আর্যভট্ট
(b) বরাহমিহির
(c) অ্যারিস্টটল
(d) শ্রীপতি
উত্তর: D
➤➤➤প্রশ্ন:১০
প্রুফ দেখার সুযােগ না থাকায় বইপত্রে প্রচুর ভুল ভ্রান্তি থাকত—
(a) হাতে লেখা পুঁথিতে
(b) মুদ্রণযন্ত্রে ছাপানাে বইতে
(c) কাঠের ব্লকে ছাপানাে বইতে
(d) বিশ্ববিদ্যালয়ের বইতে
উত্তর: A
Comments
Post a Comment