রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ
⮞⮞⮞⮞প্রশ্ন:১
বারনির ধারণায় যে খলিফার মৃত্যুর পর থেকে ইসলামি ইতিহাসে সাম্রাজ্যের কাল শুরু হয়েছিল, তিনি হলেন—
(a) আবুবকর
(b) ওমর
(c) ওসমান
(d) হজরত আলি
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:২
প্রকৃতিগত বিচারে দিল্লির সুলতানি শাসনে সরকার ছিল—
(a) এককেন্দ্রিক
(b) গণতান্ত্রিক
(c) সমাজতান্ত্রিক
(d) ধনতান্ত্রিক
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
রাজ্যশাসনের ক্ষেত্রে সুলতানি শাসকরা হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন—
(a) শরিয়ত
(b) হজ
(c) নামাজ
(d) জাকাত
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
দিল্লির সুলতানি যুগে, রাষ্ট্রের প্রধান ছিলেন—
(a) উলেমা
(b) সুলতান
(c) উজির
(d) খলিফা
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
আমির খসরু রচিত গ্রন্থটির নাম হল—
(a) তারিখ-ই-ফিরােজশাহি
(b) কিরান-উস-সাদাইন
(c) আকবরনামা
(d) বাদশাহনামা
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
ভারতের মধ্যযুগের সার্বভৌমত্বের ধারণা হল—
(a) হিন্দু সার্বভৌমত্ব
(b) বৌদ্ধ সার্বভৌমত্ব
(c) মুসলিম সার্বভৌমত্ব
(d) ব্রিটিশ সার্বভৌমত্ব
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
মুসলিম ধর্মগুরুরা শরিয়ত অনুসারে সুলতানের কর্তব্য স্থির করেছিলেন—
(a) ৯ টি
(b) ১০ টি
(c) ১১ টি
(d) ১২ টি
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
প্লেটো এবং অ্যারিস্টটলের ধারণায় বিশ্বাসী বারনি মনে করতেন রাজার প্রধান কর্তব্য হল—
(a) যুদ্ধ করা
(b) ন্যায়বিচার প্রতিষ্ঠা করা
(c) উদার ধর্মনীতি প্রতিষ্ঠা করা
(d) সাম্রাজ্যের অর্থনীতিকে সুদৃঢ় করা
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
ভারতে ইসলামি রাষ্ট্র স্থাপিত হয়—
(a) দশম শতকে
(b) একাদশ শতকে
(c) দ্বাদশ শতকে
(d) ত্রয়োদশ শতকে
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
জিয়াউদ্দিন বারনি রচিত গ্রন্থটির নাম হল—
(a) কিরান-উস-সাদাইন
(b) আকবরনামা
(c) বাবরনামা
(d) তারিখ-ই-ফিরােজশাহি
উত্তর: D
⮞⮞⮞⮞
রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ সেট ৩[PREV]
রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ সেট ৫[NEXT]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment