রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ
⮞⮞⮞⮞প্রশ্ন:১
টমাস ক্রমওয়েলই সর্বপ্রথম জাতীয় রাষ্ট্রের প্রেক্ষাপট রচনা করেন—
(a) জাতীয় প্রশাসন গঠনের মাধ্যমে
(b) জাতীয় পার্লামেন্ট গঠনের মাধ্যমে
(c) জাতীয় চার্চ গঠনের মাধ্যমে
(d) জাতীয় ব্যাংক গঠনের মাধ্যমে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:২
ম্যাকিয়াভেলি মতে—
(a) মানুষ সাধারণভাবে আত্মকেন্দ্রিক, স্বার্থপর ও লােভী
(b) মানুষ সাধারণভাবে শান্তিপ্রিয়
(c) রাষ্ট্রীয় জীবনে কোনাে ব্যক্তিগত সম্পত্তি থাকা উচিত নয়
(d) প্রশাসনে জনগণের অংশগ্রহণের সুযোেগ থাকা উচিত নয়
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
রাষ্ট্রচিন্তাবিদ নিকোলো ম্যাকিয়াভেলি যে দেশের অধিবাসী ছিলেন—
(a) ফ্রান্স
(b) ইংল্যান্ড
(c) ইটালি
(d) জার্মানি
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
কৌটিল্যের অর্থশাস্ত্রের সাথে তুলনীয় গ্রন্থটি হল—
(a) কাঁদিদ
(b) সােশ্যাল কন্ট্রাক্ট
(c) ইন্ডিকা
(d) দ্য প্রিন্স
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
ইংল্যান্ড রাজ অষ্টম হেনরি, টমাস ক্রমওয়েলকে—
(a) সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ করেন
(b) চার্চের পরিদর্শক হিসেবে নিয়ােগ করেন
(c) প্রধান বিচারপতি হিসেবে নিয়ােগ করেন
(d) অর্থসচিব হিসেবে নিয়ােগ করেন
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয়—
(a) লক-কে
(b) রুশােকে
(c) ম্যাকিয়াভেলিকে
(d) অশোককে
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
সপ্তম হেনরি কর্তৃক প্রতিষ্ঠিত রাজতন্ত্রকে—
(a) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলা হয়
(b) স্টুয়ার্ট রাজতন্ত্র বলা হয়
(c) মধ্যবিত্ত শ্রেণির রাজতন্ত্র বলা হয়
(d) নতুন রাজতন্ত্র বলা হয়
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
‘The Prince’ গ্রন্থটির রচয়িতা হলেন—
(a) বোঁদা
(b) সিসেরো
(c) হবস
(d) ম্যাকিয়াভেলি
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
মাকিয়াভেলিই প্রথম রাষ্ট্রচিন্তাবিদ, যিনি প্রথম—
(a) রাষ্ট্রভাবনাকে ধর্ম ও নীতিশাস্ত্রের কবল থেকে মুক্ত করেন
(b) রাষ্ট্রবিজ্ঞানকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করেন
(c) বাস্তব রাজনীতিকে তুলে ধরেন
(d) প্রাকৃতিক আইনের সমালােচনা করেন
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
অ্যাক্ট ফর দ্য সাবমিশন অব দ্য ক্লারজি পাস হয়—
(a) ১৫৩২ খ্রিস্টাব্দে
(b) ১৫৩৪ খ্রিস্টাব্দে
(c) ১৫৩৬ খ্রিস্টাব্দে
(d) ১৫৩৮ খ্রিস্টাব্দে
উত্তর: A
⮞⮞⮞⮞
রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ সেট ৬[PREV]
রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ সেট ৮[NEXT]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment