পরিবেশ ও উন্নয়ন
🟌🟌🟌প্রশ্ন:১
ব্রাজিলে পশুচারণ জমি তৈরির জন্য কত পরিমাণ অরণ্য হারিয়ে গিয়েছে ?
(a) এক লক্ষ বর্গ কিলােমিটার
(b) দুই লক্ষ বর্গ কিলােমিটার
(c) তিন লক্ষ বর্গ কিলােমিটার
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:২
শুধুমাত্র মানুষের দ্বারা সৃষ্ট প্রধান গ্রিন হাউস গ্যাসটি হলাে—
(a) ক্লোরোফ্লুরােকার্বন
(b) কার্বন মনােক্সাইড
(c) জলীয় বাষ্প
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৩
বর্তমানে তৃতীয় বিশ্বে কত কোটি মানুষ বাস করেন ?
(a) 500 কোটি
(b) 400 কোটি
(c) 600 কোটি
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৪
পৃথিবী থেকে প্রতিবছর কত পরিমাণ বনভূমি বিলীন হয়ে যাচ্ছে ?
(a) 200 লক্ষ হেক্টর
(b) 170 লক্ষ হেক্টর
(c) 150 লক্ষ হেক্টর
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৫
তৃতীয় বিশ্বে প্রতিদিন কতজন মানুষ জলবাহিত রােগে মারা যায় ?
(a) 50,000
(b) 40,000
(c) 25,000
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৬
এইডস (AIDS)-এর জন্য দায়ী ভাইরাসটি হলাে—
(a) পােলিও
(b) এইচ.আই.ভি (HIV)
(c) অ্যানথ্রাক্স
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৭
বায়ুমণ্ডলের ওজোনস্তর ক্ষয়ের জন্য দায়ী প্রধান গ্যাসটি হলাে—
(a) ক্লোরােফ্লুরােকার্বন
(b) মিথেন
(c) কার্বন ডাই-অক্সাইড
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৮
তৃতীয় বিশ্বের শতকরা কয়টি শিশু পাঁচ বছরে পৌঁছােবার আগে মারা যায় ?
(a) 10 টি
(b) 20 টি
(c) 30 টি
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৯
গত 50 বছরে সাহারা মরুভূমির কত পরিমাণ জমি আত্মসাৎ করে আয়তনে বেড়েছে ?
(a) 850 বর্গ কিলােমিটার
(b) 750 বর্গ কিলােমিটার
(c) 650 বর্গ কিলােমিটার
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:১০
ন্যাশনাল এনভায়রনমেন্ট অ্যাওয়্যারনেস ক্যাম্পেন গঠিত হয়—
(a) 1996 সালে
(b) 1986 সালে
(c) 1976 সালে
উত্তর: B
Comments
Post a Comment