রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা
⮞⮞⮞⮞প্রশ্ন:১
'আইন-ই-আকবরি' ও 'আকবরনামা' গ্রন্থ দুটি রচনা করেন—
(a) বাবর
(b) গুলবদন বেগম
(c) আবুল ফজল
(d) সরহিন্দ
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:২
"হিন্দুস্থানের তোতাপাখি" নামে পরিচিত—
(a) আবুল ফজল
(b) আমির খসরু
(c) জিয়াউদ্দিন বারানি
(d) তানসেন
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
‘মােগল সুবার’ শাসনকর্তাদের বলা হত—
(a) দেওয়ান
(b) কাজী
(c) সুবাদার
(d) মন্ত্রীন
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
মােগল বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন—
(a) বাবর
(b) আকবর
(c) শাহজাহান
(d) ঔরঙ্গজেব
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
বাবর ও সংগ্রাম সিংহের মধ্যে ১৫২৭ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল—
(a) পানিপথের প্রথম যুদ্ধ
(b) পানিপথের দ্বিতীয় যুদ্ধ
(c) খানুয়ার যুদ্ধ
(d) ঘর্ঘরার যুদ্ধ
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
অটোমান শাসকদের বলা হত—
(a) সুলতান
(b) খলিফা
(c) জার
(d) নিজাম
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
জাবতি প্রথার প্রবর্তন করেন—
(a) শেরশাহ
(b) আকবর
(c) শাহজাহান
(d) ঔরঙ্গজেব
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
দিল্লির পুরানাে কেল্লা কে নির্মাণ করেন ?
(a) বাবর
(b) শেরশাহ
(c) হুমায়ুন
(d) আকবর
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
আমির খসরু রচিত গ্রন্থটির নাম হল—
(a) তারিখ-ই-ফিরােজশাহি
(b) কিরান-উস-সদাইন
(c) আকবর নামা
(d) বাদশাহ নামা
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
‘দি ম্যাগনিফিসেন্ট’ নামে কোন্ অটোমান সুলতান পরিচিত—
(a) সুলতান ওসমান
(b) সুলতান সালাদিন
(c) সুলতান সুলেমান
(d) সুলতান দ্বিতীয় মহম্মদ
উত্তর: C
👉রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ২[NEXT]
Comments
Post a Comment