শক্তি
🟌🟌🟌প্রশ্ন:১
পুনর্নবীকরণযােগ্য সম্পদ হলাে—
(a) বনসম্পদ
(b) লােহা
(c) জীবাশ্ম
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:২
এশিয়ার বৃহত্তম বায়ুশক্তি উৎপাদন কেন্দ্র হলাে—
(a) পশ্চিমবঙ্গের ব্যাণ্ডেল
(b) গুজরাটের পবনশক্তি কেন্দ্র
(c) মধ্যপ্রদেশের রায়পুর প্রকল্প
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৩
পেট্রোলিয়াম উত্তোলনের জন্য যে সরু নল বসানাে হয় তার নাম—
(a) ক্রিসমাস ট্রি
(b) বেনিয়ান ট্রি
(c) অরচার্ড ট্রি
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৪
মানব কল্যাণে পারমাণবিক শক্তির প্রথম ব্যবহার শুরু হয়—
(a) 1945 সালে
(b) 1950 সালে
(c) 1954 সালে
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৫
সবচেয়ে উন্নতমানের কয়লা হলাে—
(a) পিট
(b) লিগনাইট
(c) অ্যানথ্রাসাইট
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৬
থ্রি-মাইল আইল্যাণ্ড অবস্থিত—
(a) রাশিয়ায়
(b) ফ্রান্সে
(c) আমেরিকা যুক্তরাষ্ট্রে
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৭
পৃথিবীতে সৌরশক্তি রাসায়নিক শক্তিরুপে সঞ্চিত হয়—
(a) উদ্ভিদদেহে
(b) প্রাণীদেহে
(c) সমুদ্রে
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৮
বর্তমান হারে পেট্রোলিয়াম তুলে নেওয়া হলে এই পৃথিবীতে পেট্রোলিয়ামের সঞ্চয় থাকবে আর মাত্র—
(a) 10 বছর
(b) 50 বছর
(c) 100 বছর
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৯
ভারতবর্ষে সােলার পন্ড অবস্থিত—
(a) পন্ডিচেরীতে
(b) দার্জিলিং-এ
(c) উড়িষ্যায়
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:১০
ভারতে বিদ্যুৎ উৎপাদনে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়—
(a) খনিজ তেল
(b) কয়লা
(c) পরমাণু বিভাজন
উত্তর: B
Comments
Post a Comment