নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
দিগন্তের প্রসার
➤➤➤প্রশ্ন:১
আমেরিকা আবিষ্কৃত হয়—
আমেরিকা আবিষ্কৃত হয়—
(a) ১৪৫৩ খ্রিস্টাব্দে
(b) ১৪৯২ খ্রিস্টাব্দে
(c) ১৫২০ খ্রিস্টাব্দে
(d) ১৮৬১ খ্রিস্টাব্দে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:২
সামুদ্রিক অভিযানে পাের্তুগালের ভৌগােলিক সম্প্রসারণ ঘটেছিল—
(a) পূর্ব দিকে
(b) পশ্চিম দিকে
(c) উত্তর দিকে
(d) দক্ষিণ দিকে
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৩
ঝড়ের অন্তরীপের নামকরণ করেন—
(a) রাজকুমার হেনরি
(b) বার্থোলােমিউ দিয়াজ
(c) রাজা দ্বিতীয় জন
(d) ম্যাগেলান
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৪
ভৌগােলিক অভিযাত্রীদের মধ্যে—
(a) বালবােয়া ভারত মহাসাগর আবিষ্কার করেন
(b) কলম্বাস সর্বপ্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন
(c) ম্যাগেলান ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন
(d) আমেরিগাে ভেসপুচি আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৫
নিচের কোনটিকে ‘নতুন বিশ্ব’ বলা হত ?
(a) আফ্রিকা
(b) আমেরিকা
(c) এশিয়া
(d) ইউরোপ
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৬
আফ্রিকার কঙ্গো আবিষ্কার করেন—
(a) দিয়ােগা ক্যাও
(b) রাজকুমার হেনরি
(c) বার্থালােমিউ দিয়াজ
(d) ভাস্কো-দা-গামা
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৭
ভাস্কো-দা-গামা কবে ভারতে পৌঁছোন ?
(a) ১৪৯৬ খ্রিস্টাব্দে
(b) ১৪৯৮ খ্রিস্টাব্দে
(c) ১৫০০ খ্রিস্টাব্দে
(d) ১৫০২ খ্রিস্টাব্দে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৮
ভারতের কোচিনে পাের্তুগিজ কুঠি স্থাপন করেন—
(a) কেব্রাল
(b) ভাস্কো-দা-গামা
(c) আলবুকার্ক
(d) ম্যাগেলান
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৯
ইউরােপের যে দুটি দেশ সর্বপ্রথম ভৌগােলিক অভিযানে অধিক সাফল্য পেয়েছিল, তারা হল—
(a) ইংল্যান্ড ও ফ্রান্স
(b) ইংল্যান্ড ও পাের্তুগাল
(c) পাের্তুগাল ও স্পেন
(d) ইংল্যান্ড ও স্পেন
উত্তর: C
➤➤➤প্রশ্ন:১০
ইউরােপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন—
(a) বার্থোলােমিউ দিয়াজ
(b) ভাস্কো-দা-গামা
(c) কলম্বাস
(d) জন কেব্রাল
উত্তর: B
Comments
Post a Comment