প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
দিগন্তের প্রসার
➤➤➤প্রশ্ন:১
আমেরিকা আবিষ্কৃত হয়—
আমেরিকা আবিষ্কৃত হয়—
(a) ১৪৫৩ খ্রিস্টাব্দে
(b) ১৪৯২ খ্রিস্টাব্দে
(c) ১৫২০ খ্রিস্টাব্দে
(d) ১৮৬১ খ্রিস্টাব্দে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:২
সামুদ্রিক অভিযানে পাের্তুগালের ভৌগােলিক সম্প্রসারণ ঘটেছিল—
(a) পূর্ব দিকে
(b) পশ্চিম দিকে
(c) উত্তর দিকে
(d) দক্ষিণ দিকে
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৩
ঝড়ের অন্তরীপের নামকরণ করেন—
(a) রাজকুমার হেনরি
(b) বার্থোলােমিউ দিয়াজ
(c) রাজা দ্বিতীয় জন
(d) ম্যাগেলান
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৪
ভৌগােলিক অভিযাত্রীদের মধ্যে—
(a) বালবােয়া ভারত মহাসাগর আবিষ্কার করেন
(b) কলম্বাস সর্বপ্রথম ভারতে আসার জলপথ আবিষ্কার করেন
(c) ম্যাগেলান ফিলিপাইন দ্বীপপুঞ্জ আবিষ্কার করেন
(d) আমেরিগাে ভেসপুচি আমেরিকা মহাদেশ আবিষ্কার করেন
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৫
নিচের কোনটিকে ‘নতুন বিশ্ব’ বলা হত ?
(a) আফ্রিকা
(b) আমেরিকা
(c) এশিয়া
(d) ইউরোপ
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৬
আফ্রিকার কঙ্গো আবিষ্কার করেন—
(a) দিয়ােগা ক্যাও
(b) রাজকুমার হেনরি
(c) বার্থালােমিউ দিয়াজ
(d) ভাস্কো-দা-গামা
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৭
ভাস্কো-দা-গামা কবে ভারতে পৌঁছোন ?
(a) ১৪৯৬ খ্রিস্টাব্দে
(b) ১৪৯৮ খ্রিস্টাব্দে
(c) ১৫০০ খ্রিস্টাব্দে
(d) ১৫০২ খ্রিস্টাব্দে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৮
ভারতের কোচিনে পাের্তুগিজ কুঠি স্থাপন করেন—
(a) কেব্রাল
(b) ভাস্কো-দা-গামা
(c) আলবুকার্ক
(d) ম্যাগেলান
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৯
ইউরােপের যে দুটি দেশ সর্বপ্রথম ভৌগােলিক অভিযানে অধিক সাফল্য পেয়েছিল, তারা হল—
(a) ইংল্যান্ড ও ফ্রান্স
(b) ইংল্যান্ড ও পাের্তুগাল
(c) পাের্তুগাল ও স্পেন
(d) ইংল্যান্ড ও স্পেন
উত্তর: C
➤➤➤প্রশ্ন:১০
ইউরােপ থেকে ভারতবর্ষে আসার জলপথ আবিষ্কার করেন—
(a) বার্থোলােমিউ দিয়াজ
(b) ভাস্কো-দা-গামা
(c) কলম্বাস
(d) জন কেব্রাল
উত্তর: B

Comments
Post a Comment