পরিবেশের জন্য ভাবনা (Concern About Our Environment) ১. বায়ুমণ্ডলের গঠন (Structure of the Atmosphere) উচ্চতা ও উষ্ণতার পরিবর্তনের ওপর ভিত্তি করে বায়ুমণ্ডলকে প্রধানত ছয়টি স্তরে ভাগ করা হয়েছে:
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য
প্রশ্ন:১
ইক্তা ব্যবস্থাকে বংশানুক্রমিক করেন—
ইক্তা ব্যবস্থাকে বংশানুক্রমিক করেন—
(a) ইলতুৎমিস
(b) বলবন
(c) মহম্মদ বিন তুঘলক
(d) ফিরােজ শাহ তুঘলক
উত্তর: D
প্রশ্ন:২
গুপ্তযুগে ভারতের তথাকথিত সামন্ততন্ত্র সম্পর্কে বলা যায় যে—
(a) অগ্রহার ব্যবস্থা গুপ্তযুগে সামন্ততন্ত্রের গুরুত্বপূর্ণ উপাদান ছিল
(b) হরবনস মুখিয়া, ব্রজদুলাল চট্টোপাধ্যায় প্রমুখ গুপ্তযুগে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল বলে স্বীকার করেছেন
(c) ড. ভূপেন্দ্রনাথ দত্ত, ড. রামশরণ শর্মা প্রমুখ গুপ্তযুগে সামন্ততন্ত্রের অস্তিত্ব ছিল বলে অস্বীকার করেছেন
(d) বাণিজ্য ও নগরায়ণের অগ্রগতি গুপ্তযুগে সামন্ততন্ত্রের বিকাশে সহায়তা করেছিল
উত্তর: A
প্রশ্ন:৩
‘ম্যানর’ কথাটির অর্থ হল—
(a) দেশ
(b) খামার
(c) রাজ্য
(d) জমি
উত্তর: B
প্রশ্ন:৪
গুপ্ত যুগের সামন্ততন্ত্রের অন্যতম উপাদান ছিল—
(a) নগর জীবনের অবক্ষয়
(b) কেন্দ্রীয় শক্তির দুর্বলতা
(c) বাণিজ্যের অবনতি
(d) অগ্রহার প্রথা
উত্তর: D
প্রশ্ন:৫
দুজন সামন্তপ্রভুর মধ্যে বিনোদনমূলক তলোয়ার যুদ্ধকে বলা হত—
(a) টুর্নামেন্ট
(b) ফাইট
(c) ডুয়েল
(d) গেম
উত্তর: C
প্রশ্ন:৬
‘ওপর থেকে সামন্ততন্ত্র’ তত্ত্বের প্রবক্তা হলেন—
(a) ভূপেন্দ্রনাথ দত্ত
(b) ড. রামশরণ শর্মা
(c) ডি.ডি. কোশাম্বী
(d) ব্রজদুলাল চট্টোপাধ্যায়
উত্তর: C
প্রশ্ন:৭
কাকে সামন্ততন্ত্রের পুষ্প বলা হত ?
(a) নাইটকে
(b) শিভালরিকে
(c) ট্রুবাদুরকে
(d) ম্যানরকে
উত্তর: B
প্রশ্ন:৮
গুপ্তযুগে ধর্মীয় উদ্দেশ্যে নিষ্কর জমি দান করার রীতি কী প্রথা নামে পরিচিত ?
(a) জাবতি
(b) অগ্রহার
(c) কমিটেটাস
(d) ভূমিদান
উত্তর: B
প্রশ্ন:৯
ম্যানর-ব্যবস্থার আর-এক নাম ছিল—
(a) সামন্তব্যবস্থা
(b) গ্রামীণ ব্যবস্থা
(c) সিনোরীয় ব্যবস্থা
(d) ইনভেস্টিচার ব্যবস্থা
উত্তর: C
প্রশ্ন:১০
ড.রামশরণ শর্মা ভারতের সামন্ততন্ত্রের সময়কালকে কয়টি যুগে ভাগ করেছেন ?
(a) তিনটি
(b) চারটি
(c) পাঁচটি
(d) ছটি
উত্তর: A
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৪[PREV]
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৬[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞

Comments
Post a Comment