দিগন্তের প্রসার
➤➤➤প্রশ্ন:১
প্রথম শস্য ঝাড়াই যন্ত্র আবিষ্কার করেন—
(a) ওয়াল্টার মিল
(b) ফুলটন
(c) জন কে
(d) জন স্মিটন
উত্তর: A
➤➤➤প্রশ্ন:২
পঞ্চদশ শতকে ইউরােপে আধুনিক কৃষি প্রযুক্তির সঙ্গে যুক্ত হল—
(a) অ্যাস্ট্রোল্যাব যন্ত্র আবিষ্কার
(b) ড্রিল লাঙল আবিষ্কার
(c) ট্রাক্টর আবিষ্কার
(d) হাইব্রিড বীজ আবিষ্কার
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৩
কৃষিবিপ্লবের ফলে জমিহারা কৃষকদের বলা হত—
(a) ইওমেন
(b) ভূমিদাস
(c) সাঁকুলােৎ
(d) কটেজাব
উত্তর: D
➤➤➤প্রশ্ন:৪
চতুর্দশ শতক থেকে ষােড়শ শতকের মধ্যে চিকিৎসাবিদ্যায় অগ্রগতি সম্পর্কে বলা যায় যে—
(a) আঁদ্রিয়া ভেসালিউস থার্মোমিটার আবিষ্কার করেন
(b) উইলিয়াম হার্ভে লিগেচার পদ্ধতি আবিষ্কার করেন
(c) লিওনার্দো দ্য ভিঞ্চি রক্ত সঞ্চালন পদ্ধতি আবিষ্কার করেন
(d) লিউয়েন হুক অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন
উত্তর: D
➤➤➤প্রশ্ন:৫
সমুদ্রের উপকূলে বাঁধ দিয়ে কোন্ দেশে সর্বাধিক কৃষিজমি উদ্ধার করা হয়েছিল ?
(a) ইংল্যান্ডে
(b) পােল্যান্ডে
(c) স্পেনে
(d) নেদারল্যান্ডস-এ
উত্তর:D
➤➤➤প্রশ্ন:৬
পঞ্চদশ শতকের পরবর্তীকালে ইউরােপে জাহাজ নির্মাণ শিল্প সম্পর্কে বলা যায় যে—
(a) এই সময় চিনে সবচেয়ে উন্নত জাহাজ নির্মাণ শুরু হয়
(b) ইংল্যান্ডে জাহাজ নির্মাণ শিল্পে সবচেয়ে অগ্রগতি ঘটে স্টুয়ার্ট বংশের আমলে
(c) অষ্টম হেনরির আমলে ইংল্যান্ডে একটি সুদক্ষ নৌবাহিনী গড়ে ওঠে
(d) রিভেঞ্জ ও গ্রেট হ্যারি ছিল স্পেনের দুটি জাহাজ
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৭
কৃষিবিপ্লবের ফলে জমির—
(a) গুরুত্ব বৃদ্ধি পায়
(b) গুরুত্ব হ্রাস পায়
(c) উর্বরতা হ্রাস পায়
(d) উর্বরতা বৃদ্ধি পায়
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৮
ট্রেস ইটালিয়েন হল একটি—
(a) শক্তিমান পিস্তল তৈরির কৌশল
(b) আধুনিক ও জটিল যুদ্ধ পদ্ধতি
(c) শক্তিশালী ও ভারী যুদ্ধ জাহাজ
(d) দুর্গ নির্মাণ কৌশল
উত্তর: D
➤➤➤প্রশ্ন:৯
গ্রাম ছেড়ে শহরে এসে কৃষকদের জীবন—
(a) শান্তিপূর্ণ হয়
(b) দুর্বিষহ হয়
(c) সুখকর হয়
(d) আনন্দদায়ক হয়
উত্তর: B
➤➤➤প্রশ্ন:১০
কৃষিবিপ্লবের ফলে ক্ষতিগ্রস্ত কৃষক—
(a) ভূস্বামীর কাছে জমি দাবি করে
(b) বাণিজ্যপণ্য উৎপাদন শুরু করে
(c) শহরে চলে আসতে থাকে
(d) জমি ফেলে রাখে
উত্তর: C
Comments
Post a Comment