রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ
⮞⮞⮞⮞প্রশ্ন:১
জিয়াউদ্দিন বারনি ‘ফতােয়া-ই-জাহান্দারি’ লিখেছিলেন যে সুলতানের আমলে—
(a) বলবনের
(b) ইলতুৎমিসের
(c) মহম্মদ-বিন-তুঘলকের
(d) ফিরোজশাহ তুঘলকের
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:২
কোন্ দেশের রাজতন্ত্রকে দিল্লির সুলতানির অনুসরণ করা উচিত বলে বারনি মনে করতেন ?
(a) মিশরের
(b) স্পেনের
(c) আরবের
(d) পারস্যের
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
‘তারিক-ই-ফিরােজশাহি’ গ্রন্থের লেখক—
(a) জিয়াউদ্দিন বারনি
(b) বদায়ুনি
(c) মহম্মদ কাশিম ফেরিস্তুা
(d) কাফি খান
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
‘তারিখ অল-রসুল-ওয়াল-মূলক’ গ্রন্থটির লেখক ?
(a) অলবিরুনি
(b) আবুসিনা
(c) মহম্মদ-বিন-জারির-অল-তবারি
(d) আমির খসরু
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
‘ভারত ইতিহাসের ম্যাকিয়াভেলি’ বলা হয়—
(a) চন্দ্রগুপ্ত মৌর্যকে
(b) বারনিকে
(c) অশোককে
(d) কৌটিল্যকে
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
‘ফতোয়া-ই -জাহান্দারি’ গ্রন্থটি একটি—
(a) ধর্মগ্রন্থ
(b) প্রশাসন-সহায়ক-গ্রন্থ
(c) উপন্যাস
(d) ঐতিহাসিক গ্রন্থ
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
বারনি ফতােয়া-ই-জাহান্দারি রচনা করেন—
(a) পারসিক ভাষায়
(b) তুর্কি ভাষায়
(c) হিন্দি ভাষায়
(d) আরবি ভাষায়
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
সুলতানি যুগের ঐতিহাসিক হলেন—
(a) সন্ধ্যাকর নন্দী
(b) জিয়াউদ্দিন বারনি
(c) আমির খসরু
(d) আফিফ
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
‘ফতোয়া-ই -জাহান্দারির’ লেখক ছিলেন—
(a) বদায়ুনি
(b) জিয়াউদ্দিন বারনি
(c) আবুল ফজল
(d) ইবন বতুতা
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
জিয়াউদ্দিন বারনি মহম্মদ-বিন-তুঘলকের আমলে যে পদে ছিলেন—
(a) সভাসদ
(b) সভাকবি
(c) কোশাধ্যক্ষ
(d) উলেমা
উত্তর: A
⮞⮞⮞⮞
রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ সেট ৪[PREV]
রাষ্ট্রের প্রকৃতি-ভারত ও ইউরোপীয় প্রসঙ্গ সেট ৬[NEXT]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment