বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য
প্রশ্ন:১
ইউরােপে কারিগরদের পৃথক গিল্ড সর্বপ্রথম গড়ে ওঠে—
ইউরােপে কারিগরদের পৃথক গিল্ড সর্বপ্রথম গড়ে ওঠে—
(a) ফ্রান্সে
(b) রাশিয়ায়
(c) ইটালিতে
(d) চিনে
উত্তর: C
প্রশ্ন:২
প্রাচীন ভারতে তৃতীয় নগরায়ণ কবে শুরু হয় ?
(a) খ্রিস্টপূর্ব তৃতীয় শতক
(b) খ্রিস্টপূর্ব প্রথম শতক
(c) খ্রিস্টীয় পঞ্চম শতক
(d) খ্রিস্টীয় দশম শতক
উত্তর: D
প্রশ্ন:৩
মধ্যযুগের ইউরােপীয় নগরগুলিতে সবচেয়ে অভাব ছিল—
(a) রাস্তাঘাটের
(b) শিক্ষাদীক্ষার
(c) গির্জার
(d) পানীয় জলের
উত্তর: D
প্রশ্ন:৪
সুলতানি যুগে অর্থনীতির মূল ভিত্তি ছিল—
(a) কৃষি ব্যবস্থা
(b) শিল্প
(c) ব্যাবসাবাণিজ্য
(d) এগুলির কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৫
বণিক ও কারিগররা নিজেদের শ্রেণিস্বার্থ রক্ষার উদ্দেশ্যে যে সংগঠন গড়ে তুলেছিল তার নাম—
(a) গিল্ড
(b) চেম্বার অফ কমার্স
(c) শিল্প সংঘ
(d) সমিতি
উত্তর: A
প্রশ্ন:৬
হরপ্পা সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়—
(a) আলমগীরপুরে
(b) ধােলাভিরায়
(c) লােথালে
(d) কালিবঙ্গানে
উত্তর: C
প্রশ্ন:৭
গিল্ড ব্যবস্থা সর্বপ্রথম কোন্ দেশে গড়ে উঠেছিল ?
(a) জার্মানি
(b) ফ্রান্স
(c) ইটালি
(d) ইংল্যান্ড
উত্তর: D
প্রশ্ন:৮
বৈদিক যুগের অনার্য ব্যবসায়ীরা কী নামে পরিচিত ছিল ?
(a) ব্রাত্য
(b) নিষাদ
(c) পণি
(d) শ্রেষ্ঠী
উত্তর: C
প্রশ্ন:৯
প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল ?
(a) খ্রি.পূ. প্রথম শতকে
(b) খ্রি.পূ. তৃতীয় শতকে
(c) খ্রি.পূ. ষষ্ঠ শতকে
(d) খ্রিস্টীয় ষষ্ঠ শতকে
উত্তর: C
প্রশ্ন:১০
‘শাশ্বত নগরী’ নামে পরিচিত ছিল যে নগরীটি—
(a) প্যারিস
(b) রােমে
(c) লন্ডন
(d) ভারত
উত্তর: B
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ১[PREV]
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৩[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞

Comments
Post a Comment