নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য
প্রশ্ন:১
ইউরােপে কারিগরদের পৃথক গিল্ড সর্বপ্রথম গড়ে ওঠে—
ইউরােপে কারিগরদের পৃথক গিল্ড সর্বপ্রথম গড়ে ওঠে—
(a) ফ্রান্সে
(b) রাশিয়ায়
(c) ইটালিতে
(d) চিনে
উত্তর: C
প্রশ্ন:২
প্রাচীন ভারতে তৃতীয় নগরায়ণ কবে শুরু হয় ?
(a) খ্রিস্টপূর্ব তৃতীয় শতক
(b) খ্রিস্টপূর্ব প্রথম শতক
(c) খ্রিস্টীয় পঞ্চম শতক
(d) খ্রিস্টীয় দশম শতক
উত্তর: D
প্রশ্ন:৩
মধ্যযুগের ইউরােপীয় নগরগুলিতে সবচেয়ে অভাব ছিল—
(a) রাস্তাঘাটের
(b) শিক্ষাদীক্ষার
(c) গির্জার
(d) পানীয় জলের
উত্তর: D
প্রশ্ন:৪
সুলতানি যুগে অর্থনীতির মূল ভিত্তি ছিল—
(a) কৃষি ব্যবস্থা
(b) শিল্প
(c) ব্যাবসাবাণিজ্য
(d) এগুলির কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৫
বণিক ও কারিগররা নিজেদের শ্রেণিস্বার্থ রক্ষার উদ্দেশ্যে যে সংগঠন গড়ে তুলেছিল তার নাম—
(a) গিল্ড
(b) চেম্বার অফ কমার্স
(c) শিল্প সংঘ
(d) সমিতি
উত্তর: A
প্রশ্ন:৬
হরপ্পা সভ্যতার যুগের সামুদ্রিক বন্দরটি আবিষ্কৃত হয়—
(a) আলমগীরপুরে
(b) ধােলাভিরায়
(c) লােথালে
(d) কালিবঙ্গানে
উত্তর: C
প্রশ্ন:৭
গিল্ড ব্যবস্থা সর্বপ্রথম কোন্ দেশে গড়ে উঠেছিল ?
(a) জার্মানি
(b) ফ্রান্স
(c) ইটালি
(d) ইংল্যান্ড
উত্তর: D
প্রশ্ন:৮
বৈদিক যুগের অনার্য ব্যবসায়ীরা কী নামে পরিচিত ছিল ?
(a) ব্রাত্য
(b) নিষাদ
(c) পণি
(d) শ্রেষ্ঠী
উত্তর: C
প্রশ্ন:৯
প্রাচীন ভারতে কখন দ্বিতীয় নগরায়ণ শুরু হয়েছিল ?
(a) খ্রি.পূ. প্রথম শতকে
(b) খ্রি.পূ. তৃতীয় শতকে
(c) খ্রি.পূ. ষষ্ঠ শতকে
(d) খ্রিস্টীয় ষষ্ঠ শতকে
উত্তর: C
প্রশ্ন:১০
‘শাশ্বত নগরী’ নামে পরিচিত ছিল যে নগরীটি—
(a) প্যারিস
(b) রােমে
(c) লন্ডন
(d) ভারত
উত্তর: B
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ১[PREV]
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৩[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
Comments
Post a Comment