পরিবেশ ব্যবস্থাপনা
⮞⮞⮞প্রশ্ন:১
শিল্পাঞ্চলের বাতাসে প্রলম্বিত ধূলিকণার অনুমােদিত ঘনত্বের (মাইক্রোগ্রাম/ঘনমিটার) পরিমাণ হলাে—
(a) 360 মাইক্রোগ্রাম/ঘনমিটার
(b) 350 মাইক্রোগ্রাম/ঘনমিটার
(c) 340 মাইক্রোগ্রাম/ঘনমিটার
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:২
গ্রিনবেঞ্চ প্রতিষ্ঠিত হয়—
(a) সমাজভিত্তিক বনসৃজনের জন্য
(b) জলসংরক্ষণের জন্য
(c) পরিবেশ সংক্রান্ত মামলা নিষ্পত্তির জন্য
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:৩
জলদূষণের ওপর কাজ শুরু হয়েছে—
(a) সত্তর দশকের গােড়া থেকে
(b) আশি দশকের গােড়া থেকে
(c) নব্বই দশকের গােড়া থেকে
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৪
পানীয় জলে ক্ষারত্বের মান হওয়া উচিত—
(a) 300 মিলিগ্রাম/লিটার
(b) 200 মিলিগ্রাম/লিটার
(c) 100 মিলিগ্রাম/লিটার
উত্তর: B
⮞⮞⮞প্রশ্ন:৫
শিল্পাঞ্চলে বাতাসে নাইট্রোজেন অক্সাইডের অনুমােদিত ঘনত্বের (মাইক্রোগ্রাম/ঘনমিটার) পরিমাণ হলাে—
(a) 60 মাইক্রোগ্রাম/ঘনমিটার
(b) 70 মাইক্রোগ্রাম/ঘনমিটার
(c) 80 মাইক্রোগ্রাম/ঘনমিটার
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:৬
পরিবেশে ক্ষতিকর প্রভাবের মাত্রাগুলাে হলাে—
(a) জনসমষ্টি ও বায়ুতে দূষণের মাত্রা
(b) দূষণের উৎস থেকে প্রদূষণ ছড়ানাের মাত্রা
(c) ওপরের দুটিই
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:৭
তৃতীয় বসুন্ধরা সম্মেলন অনুষ্ঠিত হয়—
(a) দক্ষিণ আফ্রিকায়
(b) সুইডেনে
(c) নয়াদিল্লিতে
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৮
কঠিন বর্জ্য অপসারণ ব্যবস্থাপনার কাজ শুরু হয়—
(a) ষাট দশকের শেষদিকে
(b) সত্তর দশকের শেষদিকে
(c) আশি দশকের শেষদিকে
উত্তর: B
⮞⮞⮞প্রশ্ন:৯
শিল্পাঞ্চলে শ্বসন বায়ুতে ধূলিকণার অনুমােদিত ঘনত্বের (মাইক্রোগ্রাম/ঘনমিটার) পরিমাণ হলাে—
(a) 140 মাইক্রোগ্রাম/ঘনমিটার
(b) 130 মাইক্রোগ্রাম/ঘনমিটার
(c) 120 মাইক্রোগ্রাম/ঘনমিটার
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:১০
কোনাে বাণিজ্যিক অঞ্চলে দিনে ও রাতে অনুমােদিত শব্দ মাত্রার মান (ডেসিবেল) হলাে—
(a) 75 ও 70
(b) 65 ও 55
(c) 45 ও 40
উত্তর: B
পরিবেশ ব্যবস্থাপনা সেট ১[PREV]
পরিবেশ ব্যবস্থাপনা সেট ৩[NEXT]
Comments
Post a Comment