প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
ধর্ম
⚘প্রশ্ন:১
অথর্ববেদে অধ্যায় সংখ্যা—
অথর্ববেদে অধ্যায় সংখ্যা—
(a) ১০ টি
(b) ১৫ টি
(c) ২০ টি
(d) ২৫ টি
উত্তর: C
⚘প্রশ্ন:২
পরবর্তী বৈদিক যুগে কর্মফল খণ্ডন এবং পুনর্জন্ম রােধে যােগসাধনার উপদেশ দেন—
(a) ঋষি উদ্দালক
(b) চার্বাক
(c) পতঞ্জলি
(d) বিশ্বামিত্র
উত্তর: C
⚘প্রশ্ন:৩
ঋগবেদের যম হলেন—
(a) মৃত্যুদাতা
(b) পিতৃলােকের অধিকর্তা
(c) নরকের অধিকর্তা
(d) মৃত্যুদাতা ও শাস্তিদাতা
উত্তর: B
⚘প্রশ্ন:৪
বৈদিক যুগের ঝড়ের দেবতা ছিলেন—
(a) সােম
(b) পর্জন্য
(c) পৃথিবী
(d) মরুৎ
উত্তর: D
⚘প্রশ্ন:৫
ঋগবেদে সংকলিত সূত্র সংখ্যা—
(a) ১০২২ টি
(b) ১০২৪ টি
(c) ১০২৬ টি
(d) ১০২৮ টি
উত্তর: D
⚘প্রশ্ন:৬
বৈদিক যুগে পুরন্দর নামে পরিচিত ছিলেন—
(a) অগ্নি
(b) সােম
(c) বরুণ
(d) ইন্দ্র
উত্তর: D
⚘প্রশ্ন:৭
অথর্ববেদে সংকলিত সূত্র সংখ্যা—
(a) ৭২৬ টি
(b) ৭৩১ টি
(c) ৭৩৫ টি
(d) ৭৩৯ টি
উত্তর: B
⚘প্রশ্ন:৮
জড়বাদ থেকে পরবর্তীকালে যে দেহবাদী দর্শনের আত্মপ্রকাশ ঘটে তার প্রবর্তক ছিলেন—
(a) পতঞ্জলি
(b) উদ্দালক
(c) চার্বাক
(d) বিশ্বামিত্র
উত্তর: C
⚘প্রশ্ন:৯
ঋবৈদিক আর্যদের ধারণায় দেবতাদের রাজা বা সম্রাট হলেন—
(a) ইন্দ্র
(b) অগ্নি
(c) বরুণ
(d) শিব
উত্তর: A
⚘প্রশ্ন:১০
‘সাম’ শব্দের অর্থ—
(a) গান
(b) নাচ
(c) অভিনয়
(d) গল্প
উত্তর: A

Comments
Post a Comment