নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ধর্ম
⚘প্রশ্ন:১
অথর্ববেদে অধ্যায় সংখ্যা—
অথর্ববেদে অধ্যায় সংখ্যা—
(a) ১০ টি
(b) ১৫ টি
(c) ২০ টি
(d) ২৫ টি
উত্তর: C
⚘প্রশ্ন:২
পরবর্তী বৈদিক যুগে কর্মফল খণ্ডন এবং পুনর্জন্ম রােধে যােগসাধনার উপদেশ দেন—
(a) ঋষি উদ্দালক
(b) চার্বাক
(c) পতঞ্জলি
(d) বিশ্বামিত্র
উত্তর: C
⚘প্রশ্ন:৩
ঋগবেদের যম হলেন—
(a) মৃত্যুদাতা
(b) পিতৃলােকের অধিকর্তা
(c) নরকের অধিকর্তা
(d) মৃত্যুদাতা ও শাস্তিদাতা
উত্তর: B
⚘প্রশ্ন:৪
বৈদিক যুগের ঝড়ের দেবতা ছিলেন—
(a) সােম
(b) পর্জন্য
(c) পৃথিবী
(d) মরুৎ
উত্তর: D
⚘প্রশ্ন:৫
ঋগবেদে সংকলিত সূত্র সংখ্যা—
(a) ১০২২ টি
(b) ১০২৪ টি
(c) ১০২৬ টি
(d) ১০২৮ টি
উত্তর: D
⚘প্রশ্ন:৬
বৈদিক যুগে পুরন্দর নামে পরিচিত ছিলেন—
(a) অগ্নি
(b) সােম
(c) বরুণ
(d) ইন্দ্র
উত্তর: D
⚘প্রশ্ন:৭
অথর্ববেদে সংকলিত সূত্র সংখ্যা—
(a) ৭২৬ টি
(b) ৭৩১ টি
(c) ৭৩৫ টি
(d) ৭৩৯ টি
উত্তর: B
⚘প্রশ্ন:৮
জড়বাদ থেকে পরবর্তীকালে যে দেহবাদী দর্শনের আত্মপ্রকাশ ঘটে তার প্রবর্তক ছিলেন—
(a) পতঞ্জলি
(b) উদ্দালক
(c) চার্বাক
(d) বিশ্বামিত্র
উত্তর: C
⚘প্রশ্ন:৯
ঋবৈদিক আর্যদের ধারণায় দেবতাদের রাজা বা সম্রাট হলেন—
(a) ইন্দ্র
(b) অগ্নি
(c) বরুণ
(d) শিব
উত্তর: A
⚘প্রশ্ন:১০
‘সাম’ শব্দের অর্থ—
(a) গান
(b) নাচ
(c) অভিনয়
(d) গল্প
উত্তর: A
Comments
Post a Comment