বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
ধর্ম
⚘প্রশ্ন:১
অথর্ববেদে অধ্যায় সংখ্যা—
অথর্ববেদে অধ্যায় সংখ্যা—
(a) ১০ টি
(b) ১৫ টি
(c) ২০ টি
(d) ২৫ টি
উত্তর: C
⚘প্রশ্ন:২
পরবর্তী বৈদিক যুগে কর্মফল খণ্ডন এবং পুনর্জন্ম রােধে যােগসাধনার উপদেশ দেন—
(a) ঋষি উদ্দালক
(b) চার্বাক
(c) পতঞ্জলি
(d) বিশ্বামিত্র
উত্তর: C
⚘প্রশ্ন:৩
ঋগবেদের যম হলেন—
(a) মৃত্যুদাতা
(b) পিতৃলােকের অধিকর্তা
(c) নরকের অধিকর্তা
(d) মৃত্যুদাতা ও শাস্তিদাতা
উত্তর: B
⚘প্রশ্ন:৪
বৈদিক যুগের ঝড়ের দেবতা ছিলেন—
(a) সােম
(b) পর্জন্য
(c) পৃথিবী
(d) মরুৎ
উত্তর: D
⚘প্রশ্ন:৫
ঋগবেদে সংকলিত সূত্র সংখ্যা—
(a) ১০২২ টি
(b) ১০২৪ টি
(c) ১০২৬ টি
(d) ১০২৮ টি
উত্তর: D
⚘প্রশ্ন:৬
বৈদিক যুগে পুরন্দর নামে পরিচিত ছিলেন—
(a) অগ্নি
(b) সােম
(c) বরুণ
(d) ইন্দ্র
উত্তর: D
⚘প্রশ্ন:৭
অথর্ববেদে সংকলিত সূত্র সংখ্যা—
(a) ৭২৬ টি
(b) ৭৩১ টি
(c) ৭৩৫ টি
(d) ৭৩৯ টি
উত্তর: B
⚘প্রশ্ন:৮
জড়বাদ থেকে পরবর্তীকালে যে দেহবাদী দর্শনের আত্মপ্রকাশ ঘটে তার প্রবর্তক ছিলেন—
(a) পতঞ্জলি
(b) উদ্দালক
(c) চার্বাক
(d) বিশ্বামিত্র
উত্তর: C
⚘প্রশ্ন:৯
ঋবৈদিক আর্যদের ধারণায় দেবতাদের রাজা বা সম্রাট হলেন—
(a) ইন্দ্র
(b) অগ্নি
(c) বরুণ
(d) শিব
উত্তর: A
⚘প্রশ্ন:১০
‘সাম’ শব্দের অর্থ—
(a) গান
(b) নাচ
(c) অভিনয়
(d) গল্প
উত্তর: A

Comments
Post a Comment