রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা
⮞⮞⮞⮞প্রশ্ন:১
এথেন্সের শাসনকাঠামাে ছিল—
(a) রাজতান্ত্রিক
(b) প্রজাতান্ত্রিক
(c) অভিজাততান্ত্রিক
(d) গণতান্ত্রিক
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:২
প্রাচীন গ্রিসে ‘অক্টোপলিস’ স্থাপিত হয়—
(a) পাহাড়ের শিখরে
(b) নদীর তীরে
(c) দুর্গের অভ্যন্তরে
(d) দ্বীপের মধ্যভাগে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
এথেন্সের দেবদেবীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন—
(a) জিউস
(b) অ্যাপােলাে
(c) এথেনা
(d) ডিমিটার
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
পলিসের মূল কেন্দ্র ছিল—
(a) অ্যাক্রোপলিস
(b) অ্যাগারাে
(c) কাউন্সিল
(d) বুলে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
এথেন্সের ক্রীতদাসরা যে নামে পরিচিত ছিল, তা হল—
(a) হেলট
(b) থিটিস
(c) মেটিক
(d) পেরিওকয়
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
পলিসগুলিতে জনগণের জন্য প্রতিষ্ঠিত বাজারগুলিকে বলা হত—
(a) চোরা
(b) অক্টোপলিস
(c) অ্যাক্রোপলিস
(d) অ্যাগােরা
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
অ্যাক্রোপলিস কী ?
(a) গ্রিসের নগর-রাষ্ট্র
(b) স্পার্টার সমাধিস্থল
(c) গ্রিসের পাহাড়ের ওপর দুর্গের মতাে সুদৃঢ় কেন্দ্র
(d) ইটালির একটি বিশ্ববিদ্যালয়
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
এথেন্সে বিদেশিরা পরিচিত ছিল—
(a) থেটিস
(b) হেলট
(c) মেটিক
(d) ইয়ার নামে
উত্তর: C
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
প্রাচীন গ্রিক পলিসগুলির চূড়ান্ত বিকাশ ঘটেছিল—
(a) ডােরিয়ান বিজয়ের পূর্বে
(b) মাইসেনীয় যুগের শুরুতে
(c) ইভােমিনিয়ান্স-এর রাজত্বকালে
(d) ধ্রুপদি যুগে (খ্রি.পূ. পঞ্চম থেকে খ্রি.পূ. চতুর্থ শতক)
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
এথেন্সের ম্যাজিস্ট্রেটদর বলা হত—
(a) আরাকন
(b) গেরুসিয়া
(c) ইথার
(d) একলেজিয়া
উত্তর: A
⮞⮞⮞⮞
রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ৪[PREV]
রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ৬[NEXT]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment