বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য
প্রশ্ন:১
নিম্নলিখিত কোন্ প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে ?
নিম্নলিখিত কোন্ প্রাচীন সভ্যতায় দাসপ্রথা সংক্রান্ত নথিপত্র পাওয়া গেছে ?
(a) হরপ্পা
(b) ব্যাবিলন
(c) মিশর
(d) সুমের
উত্তর: C
প্রশ্ন:২
অধিকাংশ রােমান নাগরিকের গৃহকাৰ্য, কৃষিকার্য, উদ্যানচর্চা, ব্যাবসা দেখাশােনা, নির্মাণকার্য প্রভৃতি পরিশ্রমসাধ্য কাজ সম্পন্ন করত—
(a) নাগরিকরা নিজেরা
(b) ক্রীতদাসরা
(c) ভাড়াটে জনমজুররা
(d) স্বাধীন শ্রমিকরা
উত্তর: B
প্রশ্ন:৩
খ্রিস্টপূর্ব প্রথম শতকে রােমের ক্রীতদাসরা বিপুল পরিমাণে নিযুক্ত ছিল—
(a) রাজার দেহরক্ষী হিসেবে
(b) শিল্পের কাজে
(c) কৃষিকাজে
(d) ব্যাবসাবাণিজ্যে
উত্তর: C
প্রশ্ন:৪
রােমের ক্রীতদাসদের বৈশিষ্ট্য ছিল—
(a) যুদ্ধবন্দিদের কখনাে ক্রীতদাসদের মধ্যে আশ্রয় দেওয়া হত না
(b) ক্রীতদাসদের সন্তানরা সর্বদা স্বাধীন হয়ে জন্মাত
(c) প্রভু তার অধীনস্থ ক্রীতদাসদের বিক্রি বা হত্যা করতে পারত
(d) ক্রীতদাসরা প্লেবিয়ানদের সমান অধিকার ভােগ করত
উত্তর: C
প্রশ্ন:৫
কোন্ প্রাচীন সভ্যতায় ক্রীতদাস প্রথা সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল ?
(a) রোমান
(b) মিশর
(c) সুমেরীয়
(d) ভারতীয়
উত্তর: A
প্রশ্ন:৬
প্রাচীন রােমের ক্রীতদাস প্রথা সম্পর্কে বলা যায় যে—
(a) ক্রীতদাস প্রথা রোমে সবচেয়ে ব্যাপক আকার ধারণ করেছিল
(b) বিদেশ থেকে রোমে ক্রীতদাস আমদানির প্রয়ােজন পড়ত না
(c) প্যাট্রিসিয়ানরা রােমে ক্রীতদাস বলে গণ্য হত
(d) প্লেবিয়ানরা ছিল ব্রোমের সমস্ত ক্রীতদাসদের মালিক
উত্তর: A
প্রশ্ন:৭
পৃথিবীতে ক্রীতদাস প্রথার সূত্রপাত ঘটেছিল—
(a) আধুনিক যুগে
(b) আদিম যুগে
(c) প্রাগৈতিহাসিক যুগে
(d) মধ্য যুগে
উত্তর: C
প্রশ্ন:৮
পশ্চিম রােমান সাম্রাজ্যের পতনের পর পূর্ব রােমান (বাইজানটাইন) সাম্রাজ্যে কী ঘটেছিল ?
(a) পতন
(b) ক্রীতদাস প্রথার প্রসার
(c) ক্রীতদাস বিদ্রোহ
(d) ক্রীতদাসদের মুক্তি
উত্তর: B
প্রশ্ন:৯
ক্রীতদাসদের শ্রমের ভিত্তিতে গড়ে ওঠা অথনিতিকে বলে—
(a) পুঁজিবাদী অর্থনীতি
(b) সাম্যবাদী অর্থনীতি
(c) দাস অর্থনীতি
(d) ধনতান্ত্রিক অর্থনীতি
উত্তর: C
প্রশ্ন:১০
রােমে ক্রীতদাস হত—
(a) দরিদ্ররা
(b) কৃষকেরা
(c) যুদ্ধবন্দিরা
(d) মহাজনরা
উত্তর: C
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৫[PREV]
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৭[NEXT]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞

Comments
Post a Comment