জৈব-বৈচিত্র্য
➤➤➤প্রশ্ন:১
আরাবাড়িতে পরীক্ষামূলক বনরক্ষার কাজ শুরু হয়—
(a) 1981-82
(b) 1971-72
(c) 1961-62
উত্তর: B
➤➤➤প্রশ্ন:২
মেদিনীপুরের আরাবাড়ি প্রকল্প বনবাসীদের নিয়ে অরণ্য সম্পদ রক্ষা করার জন্য যে আন্তর্জাতিক পুরস্কার লাভ করেন সেটি হলাে—
(a) ইউনেস্কো পুরস্কার
(b) বৃক্ষমিত্র পুরস্কার
(c) পলগেটি পুরস্কার
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৩
বিজ্ঞানী চালর্স ডারউইন তাঁর বিবর্তনবাদ তত্ত্ব উপস্থাপন করেন—
(a) 1831 সালে
(b) 1841 সালে
(c) 1851 সালে
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৪
ভার্মিকালচার প্রক্রিয়া বলতে বােঝায়—
(a) কেঁচোর সাহায্যে আবর্জনা থেকে জৈবসার উৎপাদন প্রক্রিয়া
(b) ব্যাকটেরিয়ার সাহায্যে আবর্জনা থেকে জৈব সার উৎপাদন প্রক্রিয়া
(c) ওপরের দুটির কোনােটিই নয়
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৫
বিশ্বের বৃহৎ বৈচিত্র্যপূর্ণ দেশের সংখ্যা হলাে—
(a) 17 টি
(b) 15 টি
(c) 12 টি
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৬
হস্তী ও গণ্ডার সংরক্ষণ আইন চালু হয়—
(a) 1933 সালে
(b) 1932 সালে
(c) 1931 সালে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৭
পৃথিবীতে কোন জাতীয় প্রাণীর সংখ্যা অত্যন্ত দ্রুত হারে কমছে ?
(a) বাঘ
(b) সরীসৃপ
(c) পাখি
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৮
সুন্দরবনকে বায়ােস্ফিয়ার রিজার্ভ হিসেবেই ঘােষণা করা হয়—
(a) 1987 সালে
(b) 1988 সালে
(c) 1989 সালে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৯
ভারতবর্ষ থেকে বিলুপ্ত হয়েছে প্রাণীটি হলাে—
(a) বুনােগাধা
(b) বনবিড়াল
(c) গাঙ্গেয় শুশুক
উত্তর: B
➤➤➤প্রশ্ন:১০
পৃথিবীর মােট উদ্ভিদ প্রজাতিসমূহের মধ্যে ভারতে আছে—
(a) 12.53 শতাংশ
(b) 14.53 শতাংশ
(c) 16.53 শতাংশ
উত্তর: A
জৈব-বৈচিত্র্য সেট ৭[PREV]
Comments
Post a Comment