পরিবেশ দূষণ ও পৃথিবীর পরিস্থিতি
🟌🟌🟌প্রশ্ন:১
তাজমহলের ক্ষতিকারক দূষণ পদার্থটি হলাে—
(a) হাইড্রোজেন
(b) অক্সিজেন
(c) সালফার ডাই-অক্সাইড
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:২
এরােসল হলাে বাতাসে ভাসমান অবস্থায় থাকা—
(a) কঠিন ও জলীয় পদার্থের সূক্ষ্ম কণিকা
(b) কঠিন ও গ্যাসীয় পদার্থের সূক্ষ্ম কণিকা
(c) গ্যাসীয় ও গ্যাসীয় পদার্থের সূক্ষ্ম কণিকা
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৩
যানবাহনের ধোঁয়াসৃষ্ট ক্ষতিকারক ধাতুজাতীয় দূষণ পদার্থ হলাে—
(a) পারদ
(b) ক্যাডমিয়াম
(c) সিসা
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৪
ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস হলাে—
(a) ধান খেত
(b) ফলের বাগিচা
(c) আখের খেত
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৫
ওজোন বিনষ্টকারী মূল গ্যাসটি হলাে—
(a) অক্সিজেন
(b) মিথেন
(c) ক্লোরােফ্লুরােকার্বন
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৬
সালফার ডাই-অক্সাইড দূষণ দ্বারা গাছের—
(a) প্লাজমােলাইসিস
(b) ক্লোরােফিল বিনষ্ট
(c) কোষপ্রাচীর বিনষ্ট হয়
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৭
কার্বন ডাই-অক্সাইড হলাে—
(a) জলের
(b) মৃত্তিকার
(c) বায়ুর মুখ্য দূষণ সৃষ্টিকারী পদার্থ
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৮
শব্দদূষণ পরিমাপক একক হলাে—
(a) হার্জ
(b) ন্যানােমিটার
(c) ডেসিবেল
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৯
ক্লোরােফ্লুরােকার্বন হলাে একটি—
(a) জেনােবায়ােটিক পদার্থ
(b) বায়ােটিক পদার্থ
(c) অ্যানথ্রোপােজেনিক পদার্থ
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:১০
ভারতের যে রাজ্যে লাল বৃষ্টি হয়েছিল তার নাম—
(a) কেরল
(b) গুজরাট
(c) তামিলনাড়ু
উত্তর: A
পরিবেশ দূষণ ও পৃথিবীর পরিস্থিতি সেট ২[NEXT]
Comments
Post a Comment