নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ধর্ম
💮প্রশ্ন:১
‘৯৫ থিসিস' প্রচলন করেন—
‘৯৫ থিসিস' প্রচলন করেন—
(a) মার্টিন লুথার
(b) ইরাসমাস
(c) টেটজেল
(d) জন হাস
উত্তর: A
💮প্রশ্ন:২
কৃষকবিদ্রোহের নেতা টমাস মুনজের বাসিন্দা ছিলেন—
(a) ইংল্যান্ডের
(b) ইটালির
(c) জার্মানির
(d) ফ্রান্সের
উত্তর: C
💮প্রশ্ন:৩
ক্যালভিন ছিলেন—
(a) ক্যাথলিকপন্থী
(b) প্রােটেস্ট্যান্টপন্থী
(c) জুইংলিপন্থী
(d) কোনােটিই নয়
উত্তর: B
💮প্রশ্ন:৪
টমাস ক্রমওয়েল ‘Act of Supremacy' ঘােষণা করেন—
(a) ১৫৩০ খ্রিস্টাব্দে
(b) ১৫৩৪ খ্রিস্টাব্দে
(c) ১৫৩৬ খ্রিস্টাব্দে
(d) ১৫৩৯ খ্রিস্টাব্দে
উত্তর: B
💮প্রশ্ন:৫
মানবতাবাদের রাজপুত্র ছিলেন—
(a) জন ওয়াইক্লিফ
(b) ইরাসমাস
(c) জন ক্যালভিন
(d) মার্টিন লুথার
উত্তর: B
💮প্রশ্ন:৬
জার্মানির ফুগার্সরা ইনডালজেন্স বিক্রয়ের পারিশ্রমিক নিত বিক্রয়লব্ধ অর্থের—
(a) ২০%
(b) ৩০%
(c) ৪০%
(d) ৫০%
উত্তর: D
💮প্রশ্ন:৭
আগসবার্গ চুক্তি স্বাক্ষরিত হয়—
(a) ১৪৫৫ খ্রিস্টাব্দে
(b) ১৫৫৫ খ্রিস্টাব্দে
(c) ১৬৫৫ খ্রিস্টাব্দে
(d) ১৭৫৫ খ্রিস্টাব্দে
উত্তর: B
💮প্রশ্ন:৮
মধ্যযুগের ইউরােপের স্বর্গের টিকিট বিক্রি হত—
(b) ১৫৫৫ খ্রিস্টাব্দে
(c) ১৬৫৫ খ্রিস্টাব্দে
(d) ১৭৫৫ খ্রিস্টাব্দে
উত্তর: B
💮প্রশ্ন:৮
মধ্যযুগের ইউরােপের স্বর্গের টিকিট বিক্রি হত—
(a) পাপ মুক্তির জন্য
(b) বিমানে চড়ার জন্য
(c) ফুটবল খেলা দেখার জন্য
(d) ধর্মাচারণ করার জন্য
উত্তর: A
💮প্রশ্ন:৯
পােপ ও গির্জার বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিবাদের ধ্বনি তােলেন—
(a) জন হাস
(b) জন ওয়াইক্লিপ
(c) জন নক্স
(d) মার্টিন লুথার
উত্তর: B
💮প্রশ্ন:১০
মার্টিন লুথারের অনুগামীদের বলা হত—
(a) ক্যাথলিক
(b) প্রােটেস্ট্যান্ট
(c) পিউরিটান
(d) অ্যাংলিকান
উত্তর: B
Comments
Post a Comment