প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
ধর্ম
💮প্রশ্ন:১
‘৯৫ থিসিস' প্রচলন করেন—
‘৯৫ থিসিস' প্রচলন করেন—
(a) মার্টিন লুথার
(b) ইরাসমাস
(c) টেটজেল
(d) জন হাস
উত্তর: A
💮প্রশ্ন:২
কৃষকবিদ্রোহের নেতা টমাস মুনজের বাসিন্দা ছিলেন—
(a) ইংল্যান্ডের
(b) ইটালির
(c) জার্মানির
(d) ফ্রান্সের
উত্তর: C
💮প্রশ্ন:৩
ক্যালভিন ছিলেন—
(a) ক্যাথলিকপন্থী
(b) প্রােটেস্ট্যান্টপন্থী
(c) জুইংলিপন্থী
(d) কোনােটিই নয়
উত্তর: B
💮প্রশ্ন:৪
টমাস ক্রমওয়েল ‘Act of Supremacy' ঘােষণা করেন—
(a) ১৫৩০ খ্রিস্টাব্দে
(b) ১৫৩৪ খ্রিস্টাব্দে
(c) ১৫৩৬ খ্রিস্টাব্দে
(d) ১৫৩৯ খ্রিস্টাব্দে
উত্তর: B
💮প্রশ্ন:৫
মানবতাবাদের রাজপুত্র ছিলেন—
(a) জন ওয়াইক্লিফ
(b) ইরাসমাস
(c) জন ক্যালভিন
(d) মার্টিন লুথার
উত্তর: B
💮প্রশ্ন:৬
জার্মানির ফুগার্সরা ইনডালজেন্স বিক্রয়ের পারিশ্রমিক নিত বিক্রয়লব্ধ অর্থের—
(a) ২০%
(b) ৩০%
(c) ৪০%
(d) ৫০%
উত্তর: D
💮প্রশ্ন:৭
আগসবার্গ চুক্তি স্বাক্ষরিত হয়—
(a) ১৪৫৫ খ্রিস্টাব্দে
(b) ১৫৫৫ খ্রিস্টাব্দে
(c) ১৬৫৫ খ্রিস্টাব্দে
(d) ১৭৫৫ খ্রিস্টাব্দে
উত্তর: B
💮প্রশ্ন:৮
মধ্যযুগের ইউরােপের স্বর্গের টিকিট বিক্রি হত—
(b) ১৫৫৫ খ্রিস্টাব্দে
(c) ১৬৫৫ খ্রিস্টাব্দে
(d) ১৭৫৫ খ্রিস্টাব্দে
উত্তর: B
💮প্রশ্ন:৮
মধ্যযুগের ইউরােপের স্বর্গের টিকিট বিক্রি হত—
(a) পাপ মুক্তির জন্য
(b) বিমানে চড়ার জন্য
(c) ফুটবল খেলা দেখার জন্য
(d) ধর্মাচারণ করার জন্য
উত্তর: A
💮প্রশ্ন:৯
পােপ ও গির্জার বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিবাদের ধ্বনি তােলেন—
(a) জন হাস
(b) জন ওয়াইক্লিপ
(c) জন নক্স
(d) মার্টিন লুথার
উত্তর: B
💮প্রশ্ন:১০
মার্টিন লুথারের অনুগামীদের বলা হত—
(a) ক্যাথলিক
(b) প্রােটেস্ট্যান্ট
(c) পিউরিটান
(d) অ্যাংলিকান
উত্তর: B

Comments
Post a Comment