বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
ধর্ম
💮প্রশ্ন:১
‘৯৫ থিসিস' প্রচলন করেন—
‘৯৫ থিসিস' প্রচলন করেন—
(a) মার্টিন লুথার
(b) ইরাসমাস
(c) টেটজেল
(d) জন হাস
উত্তর: A
💮প্রশ্ন:২
কৃষকবিদ্রোহের নেতা টমাস মুনজের বাসিন্দা ছিলেন—
(a) ইংল্যান্ডের
(b) ইটালির
(c) জার্মানির
(d) ফ্রান্সের
উত্তর: C
💮প্রশ্ন:৩
ক্যালভিন ছিলেন—
(a) ক্যাথলিকপন্থী
(b) প্রােটেস্ট্যান্টপন্থী
(c) জুইংলিপন্থী
(d) কোনােটিই নয়
উত্তর: B
💮প্রশ্ন:৪
টমাস ক্রমওয়েল ‘Act of Supremacy' ঘােষণা করেন—
(a) ১৫৩০ খ্রিস্টাব্দে
(b) ১৫৩৪ খ্রিস্টাব্দে
(c) ১৫৩৬ খ্রিস্টাব্দে
(d) ১৫৩৯ খ্রিস্টাব্দে
উত্তর: B
💮প্রশ্ন:৫
মানবতাবাদের রাজপুত্র ছিলেন—
(a) জন ওয়াইক্লিফ
(b) ইরাসমাস
(c) জন ক্যালভিন
(d) মার্টিন লুথার
উত্তর: B
💮প্রশ্ন:৬
জার্মানির ফুগার্সরা ইনডালজেন্স বিক্রয়ের পারিশ্রমিক নিত বিক্রয়লব্ধ অর্থের—
(a) ২০%
(b) ৩০%
(c) ৪০%
(d) ৫০%
উত্তর: D
💮প্রশ্ন:৭
আগসবার্গ চুক্তি স্বাক্ষরিত হয়—
(a) ১৪৫৫ খ্রিস্টাব্দে
(b) ১৫৫৫ খ্রিস্টাব্দে
(c) ১৬৫৫ খ্রিস্টাব্দে
(d) ১৭৫৫ খ্রিস্টাব্দে
উত্তর: B
💮প্রশ্ন:৮
মধ্যযুগের ইউরােপের স্বর্গের টিকিট বিক্রি হত—
(b) ১৫৫৫ খ্রিস্টাব্দে
(c) ১৬৫৫ খ্রিস্টাব্দে
(d) ১৭৫৫ খ্রিস্টাব্দে
উত্তর: B
💮প্রশ্ন:৮
মধ্যযুগের ইউরােপের স্বর্গের টিকিট বিক্রি হত—
(a) পাপ মুক্তির জন্য
(b) বিমানে চড়ার জন্য
(c) ফুটবল খেলা দেখার জন্য
(d) ধর্মাচারণ করার জন্য
উত্তর: A
💮প্রশ্ন:৯
পােপ ও গির্জার বিরুদ্ধে সর্বপ্রথম প্রতিবাদের ধ্বনি তােলেন—
(a) জন হাস
(b) জন ওয়াইক্লিপ
(c) জন নক্স
(d) মার্টিন লুথার
উত্তর: B
💮প্রশ্ন:১০
মার্টিন লুথারের অনুগামীদের বলা হত—
(a) ক্যাথলিক
(b) প্রােটেস্ট্যান্ট
(c) পিউরিটান
(d) অ্যাংলিকান
উত্তর: B

Comments
Post a Comment