প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য
প্রশ্ন:১
সার্ফ বলতে কাদের বােঝাত ?
সার্ফ বলতে কাদের বােঝাত ?
(a) ভূমিদাস
(b) সামন্ত
(c) নাইট
(d) জমিদার
উত্তর: A
প্রশ্ন:২
নিম্ন সামন্ত উধ্বর্তন সামন্তপ্রভুর সংকটকালে কী কর প্রদান করতেন ?
(a) কর্ভি
(b) স্কুটেজ
(c) ফিফ
(d) টাইলে
উত্তর: B
প্রশ্ন:৩
সামন্ততন্ত্রে কারা অন্য কারাে আনুগত্য লাভের সুযােগ পেত না ?
(a) নাইটরা
(b) ডিউকরা
(c) ব্যারনরা
(d) ভ্যাসালরা
উত্তর: D
প্রশ্ন:৪
মধ্যযুগে সামন্ততান্ত্রিক ব্যবস্থার ফলে সামাজিক গঠনকাঠামাে ছিল—
(a) গােলাকার
(b) পিরামিডের মতাে
(c) ত্রিভুজের মতাে
(d) ডিম্বাকৃতির মতাে
উত্তর: B
প্রশ্ন:৫
সামন্ততান্ত্রিক পিরামিড কাঠামাের সর্বোচ্চ স্তরে ছিল—
(a) নাইটরা
(b) যাজকরা
(c) অভিজাতরা
(d) রাজা
উত্তর: D
প্রশ্ন:৬
ইউরােপে সামন্তপ্রভুদের কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল—
(a) জমিজমা
(b) অস্ত্রশস্ত্র
(c) ঘােড়া
(d) প্রাসাদ
উত্তর: A
প্রশ্ন:৭
‘কর্ভি’ ছিল—
(a) বেগার শ্রম
(b) সম্পত্তি কর
(c) ধর্মর্কর
(d) উৎপাদন কর
উত্তর: A
প্রশ্ন:৮
ইউরােপের সামন্ততান্ত্রিক সমাজে ক্ষুদ্র কৃষকদের বলা হত—
(a) ক্রীতদাস
(b) ভিলেইন
(c) ব্যারন
(d) ডিউক
উত্তর: B
প্রশ্ন:৯
মধ্যযুগে ইউরােপের সামন্ততান্ত্রিক পিরামিডের সর্বনিম্নস্তরের অগণিত দরিদ্র কৃষকদের বলা হত—
(a) সার্ফ
(b) ভ্যাসাল
(c) ডেমিন
(d) নাইট
উত্তর: B
প্রশ্ন:১০
সামন্ততন্ত্রে রাজা কিছু শর্তে জমি বন্দোবস্ত দিতেন—
(a) ডিউক ও আর্লদের
(b) ব্যারনদের
(c) যাজকদের
(d) নাইটদের
উত্তর: A
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞
রোম, মিশর এবং ভারতের দাস অর্থনীতি ও ক্রীতদাস প্রথা।।সামন্ততান্ত্রিক অর্থনীতি, বানিজ্য - সেট ৮[PREV]
⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞⮞

Comments
Post a Comment