রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা
⮞⮞⮞⮞প্রশ্ন:১
গ্রিসে নগর-রাষ্ট্র গঠনের প্রক্রিয়া চলেছিল—
(a) ১৫০ বছর ধরে
(b) ৩০০ বছর ধরে
(c) ৭০০ বছর ধরে
(d) ১৫০০ বছর ধরে
উত্তর: B
⮞⮞⮞⮞প্রশ্ন:২
গ্রিক পলিসগুলির অন্যতম বৈশিষ্ট্য ছিল সেগুলির—
(a) ক্ষুদ্রায়তন
(b) শক্তিশালী নৌবাহিনী
(c) শক্তিশালী রাজতন্ত্র
(d) নাগরিক ও বিদেশিদের মধ্যে সমানাধিকার
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৩
প্রাচীনকালে কোন্ দেশে পলিস বা নগর রাষ্ট্রের বিকাশ ঘটেছিল ?
(a) গ্রিস
(b) ম্যাসিডােনিয়ায়
(c) পারস্যে
(d) ইরানে
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৪
‘রিপাবলিক’ গ্রন্থের রচয়িতা হলেন—
(a) হেসিয়ড
(b) হোমার
(c) অ্যারিস্টটল
(d) প্লেটো
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৫
কার্ল মার্কসের মতে, আদিম সমাজ ছিল—
(a) সাম্যবাদী
(b) সামন্ততান্ত্রিক
(c) পুঁজিবাদী
(d) পুরোহিততান্ত্রিক
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৬
অ্যারিস্টটল বর্ণিত পলিস উদ্ভবের প্রথম স্তর ছিল—
(a) গ্রাম
(b) পরিবার
(c) রাষ্ট্র
(d) কোনােটিই নয়
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৭
নগর-রাষ্ট্রের অপর নাম—
(a) অ্যাপেলা
(b) ইফোর
(c) আক্কাদ
(d) পলিস
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:৮
‘Politics’ গ্রন্থের লেখক হলেন—
(a) অ্যারিস্টটল
(b) হেরােডােটাস
(c) প্লেটো
(d) সক্রেটিস
উত্তর: A
⮞⮞⮞⮞প্রশ্ন:৯
গ্রিসের সর্বাধিক উল্লেখযােগ্য পলিস দুটি ছিল—
(a) এথেন্স ও সিরাকিউজ
(b) এথেন্স ও থিবস
(c) এথেন্স ও স্পার্টা
(d) স্পার্টা ও সিরাকিউজ
উত্তর: D
⮞⮞⮞⮞প্রশ্ন:১০
প্রথমদিকে গড়ে ওঠা রাষ্ট্রগুলির আকৃতি ছিল—
(a) ক্ষুদ্র
(b) মাঝারি
(c) বৃহৎ
(d) অতিবৃহৎ
উত্তর: A
⮞⮞⮞⮞
রাজনীতির বিবর্তন - শাসনতান্ত্রিক এবং প্রাতিষ্ঠানিক ধারণা সেট ৯[PREV]
⮞⮞⮞⮞
Comments
Post a Comment