পরিবেশ দূষণ ও পৃথিবীর পরিস্থিতি
🟌🟌🟌প্রশ্ন:১
কার্বন মনােক্সাইড মানুষের পক্ষে ক্ষতিকারক কারণ—
(a) ক্যানসার সৃষ্টিকারী
(b) অক্সিজেন পরিবহনের প্রতিবন্ধক
(c) ওজোন ধ্বংসকারী
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:২
Smog-এর উপাদান হলাে—
(a) O2
(b) PAN
(c) (a) ও (b) উভয়ে
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৩
কত সালে ভারত সরকার বিপজ্জনক বর্জ্য পদার্থের ব্যবহার, জমা করা এবং অপসারণ করার ব্যাপারে বিশেষ আইন প্রণয়ন করেছেন—
(a) 1989 সালে
(b) 1990 সালে
(c) 1991 সালে
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৪
জৈব বিয়ােজনক্ষম দূষণ সৃষ্টিকারী পদার্থটি হলাে—
(a) প্লাসটিক
(b) স্মগ
(c) নর্দমার জল
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৫
চেরনােবিল দুর্ঘটনার স্থান ও সময়—
(a) ইউক্রেন 1986
(b) মস্কো 1985
(c) সুইডেন 1986
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৬
কথােপকথনে শব্দের তীব্রতা—
(a) 60 ডেসিবেল
(b) 70 ডেসিবেল
(c) 80 ডেসিবেল
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৭
টাইফুন হলাে—
(a) দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়
(b) উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়
(c) পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ঘূর্ণিঝড়
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৮
নাসা (NASA) হলাে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি—
(a) মহাকাশ গবেষণা কেন্দ্র
(b) পরমাণু গবেষণা কেন্দ্র
(c) ওষুধ গবেষণা কেন্দ্র
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:৯
অম্লবৃষ্টি বলতে বলা হয়—
(a) বৃষ্টির জলে পি.এইচ এর মান 5.6 এর কম
(b) বৃষ্টির জলে পি.এইচ এর মান 5.6 এর বেশি
(c) বৃষ্টির জলে পি.এইচ এর মান 5.6
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:১০
ভূপাল দুর্ঘটনার জন্য দায়ী—
(a) মিথাইল আইসােসায়ানেট
(b) মিথাইল সায়ানাইড
(c) মিথাইল ব্রোমাইড
উত্তর: A
পরিবেশ দূষণ ও পৃথিবীর পরিস্থিতি সেট ৫[PREV]
পরিবেশ দূষণ ও পৃথিবীর পরিস্থিতি সেট ৭[NEXT]
Comments
Post a Comment