মানুষ ও পরিবেশ
➤প্রশ্ন:১
1700 খ্রিস্টাব্দ পর্যন্ত সমগ্র বিশ্বে মানুষ ছিল প্রায়—
(a) 80 কোটি
(b) 70 কোটি
(c) 60 কোটি
উত্তর: C
➤প্রশ্ন:২
উন্নয়ন সংশ্লিষ্ট কাজকর্মের জন্য তৃণভূমি হ্রাস পেয়েছে—
(a) 68.8 শতাংশ
(b) 78.8 শতাংশ
(c) 88.8 শতাংশ
উত্তর: B
➤প্রশ্ন:৩
পৃথিবীতে দীর্ঘস্থায়ী অপুষ্টিতে ভােগে প্রায়—
(a) 20 কোটি শিশু
(b) 30 কোটি শিশু
(c) 25 কোটি শিশু
উত্তর: A
➤প্রশ্ন:৪
উন্নত দেশগুলােতে শতকরা কতভাগ মানুষ শহরে বাস করে ?
(a) 75 ভাগ
(b) 85 ভাগ
(c) 95 ভাগ
উত্তর: A
➤প্রশ্ন:৫
আধুনিক মানব (হােমো সেপিয়েন্স) এই পৃথিবীতে বংশপরম্পরায় অবস্থান করেছে—
(a) কমপক্ষে 50 হাজার বছর
(b) কমপক্ষে 60 হাজার বছর
(c) কমপক্ষে 70 হাজার বছর
উত্তর: B
➤প্রশ্ন:৬
উন্নয়ন সংশ্লিষ্ট কাজকর্মের জন্য অকর্ষিত জমি হ্রাস পেয়েছে—
(a) 20.3 শতাংশ
(b) 30.3 শতাংশ
(c) 25.3 শতাংশ
উত্তর: B
➤প্রশ্ন:৭
বর্জ্য পদার্থের স্তুূপ থেকে নির্গত হয়—
(a) কার্বন ডাই-অক্সাইড
(b) মিথেন ও হাইড্রোজেন সালফাইড
(c) ওজোন
উত্তর: B
➤প্রশ্ন:৮
পৃথিবীতে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে বাস করে—
(a) 340 কোটি মানুষ
(b) 240 কোটি মানুষ
(c) 300 কোটি মানুষ
উত্তর: B
➤প্রশ্ন:৯
ICMR সংক্ষেপিত শব্দের পুরাে কথাটি হলাে—
(a) Indian Council of Mineral Research.
(b) Indian Council of Medical Research.
(c) Indian Council of Meteorological Research.
উত্তর: B
➤প্রশ্ন:১০
মানবজাতির দ্রুত বংশবৃদ্ধি আরম্ভ হয়—
(a) গুহাবাসী হওয়ার পর থেকে
(b) পশুপালন করার পর থেকে
(c) কৃষি ব্যবস্থা প্রচলন থেকে
উত্তর: C
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
মানুষ ও পরিবেশ সেট ৬[PREV]
➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤➤
Comments
Post a Comment