জৈব-বৈচিত্র্য
➤➤➤প্রশ্ন:১
প্রতিটি প্রজাতিই অন্যান্য এবং তাদের বাঁচবার অধিকার আছে—এই চিন্তাধারা সম্মিলিত রাষ্ট্রপুঞ্জের বিশ্ব প্রকৃতির সনদ পত্রে স্বীকৃতি পেয়েছে—
(a) 1982 সালে
(b) 1992 সালে
(c) 1972 সালে
উত্তর: A
➤➤➤প্রশ্ন:২
ভারতের জনসংখ্যা 2025 সালের মধ্যে—
(a) 140 কোটি হতে পারে
(b) 150 কোটি হতে পারে
(c) 160 কোটি হতে পারে
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৩
বনসৃষ্টির জন্য দরকার—
(a) আগন্তুক প্রজাতি
(b) দেশজ প্রজাতি
(c) উভয়েই
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৪
কাজিরাঙ্গা জাতীয় উদ্যানটি অবস্থিত—
(a) কর্ণাটক রাজ্যে
(b) অসম রাজ্যে
(c) পশ্চিমবঙ্গে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৫
জৈব-বৈচিত্র্যের বিলুপ্তি ঘটলে—
(a) আবহাওয়ার পরিবর্তন হবে
(b) পরিবেশগত পরিবর্তন হবে
(c) মানবজাতির অস্তিত্ব বিপন্ন হবে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৬
‘লাল তথ্য পুস্তিকা’ বা রেড ডাটা বুক এর তথ্যগুলো—
(a) বিপ্লবী তথ্য সংক্রান্ত
(b) লােহিত সাগরের প্রাণী সংক্রান্ত
(c) বিপন্ন প্রাণী সংক্রান্ত
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৭
জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয়—
(a) 1972 সালে
(b) 1974 সালে
(c) 1976 সালে
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৮
গুজরাটে যজ্ঞাগ্নিতে ব্যবহার করা হয়—
(a) গােলাপ ফুল
(b) সামী ফুল
(c) অপরাজিতা ফুল
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৯
জৈব-বৈচিত্র্য আইন চালু হয়—
(a) 2004 সালে
(b) 2003 সালে
(c) 2002 সালে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:১০
মুম্বাই শহরের কাছে সঞ্জয় গান্ধি ন্যাশনাল পার্কে প্রাকৃতিক পরিবেশে সিংহ ও অন্যান্য প্রাণীদের দেখতে প্রতি বছর প্রায়—
(a) 15 লক্ষ লােক যায়
(b) 25 লক্ষ লােক যায়
(c) 30 লক্ষ লােক যায়
উত্তর: A
Comments
Post a Comment