নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
ধর্ম
📚প্রশ্ন:১
সত্যের সন্ধানে বুদ্ধদেবের গৃহত্যাগকে বৌদ্ধশাস্ত্রে বলা হয়—
সত্যের সন্ধানে বুদ্ধদেবের গৃহত্যাগকে বৌদ্ধশাস্ত্রে বলা হয়—
(a) মহাপরিনির্বাণ
(b) অষ্টাঙ্গিক মার্গ
(c) ধর্মচক্র প্রবর্তন
(d) মহাভিনিষ্ক্রমণ
উত্তর: D
📚প্রশ্ন:২
‘সংগীতি’ শব্দের অর্থ হল—
(a) সংগীতের অনুষ্ঠান
(b) রাজনৈতিক অধিবেশন
(c) সম্মেলন
(d) মেলা
উত্তর: C
📚প্রশ্ন:৩
বৌদ্ধধর্মের মূলনীতি হল—
(a) আর্যসত্য
(b) গুণব্রত
(c) পঞ্চ মহাব্রত
(d) অনুব্রত
উত্তর: A
📚প্রশ্ন:৪
শুধুমাত্র বর্ষার তিনমাস বৌদ্ধ ভিক্ষুরা যে স্থানে বাস করত তাকে বলা হত—
(a) বর্ষাবাস
(b) আবাস
(c) নিবাস
(d) বর্ষানিবাস
উত্তর: A
📚প্রশ্ন:৫
সিদ্ধার্থের বৌদ্ধ নাম হয়—
(a) বুদ্ধি লাভের কারণে
(b) বােধি লাভের কারণে
(c) যােগ শিক্ষার কারণে
(d) শাস্ত্র অধ্যয়নের কারণে
উত্তর: B
📚প্রশ্ন:৬
পশ্চিম ভারতে বসবাসকারী ভিক্ষুরা যে নামে পরিচিত, তা হল—
(a) থেরবাদী
(b) মহাবাদী
(c) আচারীয়বাদী
(d) প্রগতিবাদী
উত্তর: A
📚প্রশ্ন:৭
বুদ্ধদেব ভিক্ষুণীব্রতে দিক্ষা দিয়েছিলেন দেবদাসী—
(a) জয়াকে
(b) মৈত্রেয়ীকে
(c) আম্রপালীকে
(d) গার্গীকে
উত্তর: C
📚প্রশ্ন:৮
পূর্বভারতে বসবাসকারী ভিক্ষুরা যে নামে পরিচিত, তা হল—
(a) থেরবাদী
(b) মহাবাদী
(c) আচারীয়বাদী
(d) প্রগতিবাদী
উত্তর: C
📚প্রশ্ন:৯
গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেন—
(a) কাশীতে
(b) সারনাথে
(c) কাঞ্চীতে
(d) পাটলিপুত্রে
উত্তর: B
📚প্রশ্ন:১০
বুদ্ধদেবের কাছে সর্বশেষ দীক্ষিত শিষ্য ছিলেন—
(a) আনন্দ
(b) চুন্দ
(c) কাশ্যপ
(d) উপালী
উত্তর: B
Comments
Post a Comment