প্রাচীন ভারত ও ভৌগোলিক প্রেক্ষাপট (Ancient India and Geographical Context) - প্রশ্নোত্তর ১। ভারতবর্ষকে কে নৃতত্ত্বের যাদুঘর আখ্যা দিয়েছেন? উঃ। ভিনসেন্ট স্মিথ ভারতবর্ষকে 'নৃতত্ত্বের যাদুঘর' বলে আখ্যা দিয়েছেন। ২। দ্রাবিড় সভ্যতা ভারতের কোথায় প্রথম গড়ে ওঠে? উঃ। দ্রাবিড় সভ্যতা প্রথম গড়ে ওঠে দক্ষিণ ভারতে। ৩। 'নাডিক' নামে কারা পরিচিত? উঃ। আর্যরা 'নার্ডিক' নামে পরিচিত। ৪। ভারতের প্রচীনতম লিপি কোনটি? উঃ। ভারতের প্রাচীনতম লিপি হল সিন্ধু লিপি।
ধর্ম
📚প্রশ্ন:১
সত্যের সন্ধানে বুদ্ধদেবের গৃহত্যাগকে বৌদ্ধশাস্ত্রে বলা হয়—
সত্যের সন্ধানে বুদ্ধদেবের গৃহত্যাগকে বৌদ্ধশাস্ত্রে বলা হয়—
(a) মহাপরিনির্বাণ
(b) অষ্টাঙ্গিক মার্গ
(c) ধর্মচক্র প্রবর্তন
(d) মহাভিনিষ্ক্রমণ
উত্তর: D
📚প্রশ্ন:২
‘সংগীতি’ শব্দের অর্থ হল—
(a) সংগীতের অনুষ্ঠান
(b) রাজনৈতিক অধিবেশন
(c) সম্মেলন
(d) মেলা
উত্তর: C
📚প্রশ্ন:৩
বৌদ্ধধর্মের মূলনীতি হল—
(a) আর্যসত্য
(b) গুণব্রত
(c) পঞ্চ মহাব্রত
(d) অনুব্রত
উত্তর: A
📚প্রশ্ন:৪
শুধুমাত্র বর্ষার তিনমাস বৌদ্ধ ভিক্ষুরা যে স্থানে বাস করত তাকে বলা হত—
(a) বর্ষাবাস
(b) আবাস
(c) নিবাস
(d) বর্ষানিবাস
উত্তর: A
📚প্রশ্ন:৫
সিদ্ধার্থের বৌদ্ধ নাম হয়—
(a) বুদ্ধি লাভের কারণে
(b) বােধি লাভের কারণে
(c) যােগ শিক্ষার কারণে
(d) শাস্ত্র অধ্যয়নের কারণে
উত্তর: B
📚প্রশ্ন:৬
পশ্চিম ভারতে বসবাসকারী ভিক্ষুরা যে নামে পরিচিত, তা হল—
(a) থেরবাদী
(b) মহাবাদী
(c) আচারীয়বাদী
(d) প্রগতিবাদী
উত্তর: A
📚প্রশ্ন:৭
বুদ্ধদেব ভিক্ষুণীব্রতে দিক্ষা দিয়েছিলেন দেবদাসী—
(a) জয়াকে
(b) মৈত্রেয়ীকে
(c) আম্রপালীকে
(d) গার্গীকে
উত্তর: C
📚প্রশ্ন:৮
পূর্বভারতে বসবাসকারী ভিক্ষুরা যে নামে পরিচিত, তা হল—
(a) থেরবাদী
(b) মহাবাদী
(c) আচারীয়বাদী
(d) প্রগতিবাদী
উত্তর: C
📚প্রশ্ন:৯
গৌতম বুদ্ধ প্রথম ধর্মপ্রচার করেন—
(a) কাশীতে
(b) সারনাথে
(c) কাঞ্চীতে
(d) পাটলিপুত্রে
উত্তর: B
📚প্রশ্ন:১০
বুদ্ধদেবের কাছে সর্বশেষ দীক্ষিত শিষ্য ছিলেন—
(a) আনন্দ
(b) চুন্দ
(c) কাশ্যপ
(d) উপালী
উত্তর: B

Comments
Post a Comment