জৈব-বৈচিত্র্য
➤➤➤প্রশ্ন:১
বিগত 20 কোটি বছরে বিবর্তন প্রক্রিয়ার মাধ্যম প্রতি শতাব্দীতে লুপ্ত হয়েছে—
(a) 100-1000 টি প্রজাতি
(b) 200-2000 টি প্রজাতি
(c) 300-3000 টি প্রজাতি
উত্তর: A
➤➤➤প্রশ্ন:২
ভারতীয় বন্য আইন চালু হয়—
(a) 1937 সালে
(b) 1927 সালে
(c) 1917 সালে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৩
আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জেই সপুষ্পক উদ্ভিদ দেখা যায় প্রায়—
(a) 4000 প্রজাতির
(b) 3000 প্রজাতির
(c) 2000 প্রজাতির
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৪
“আলিপুর চিড়িয়াখানা”—
(a) অস্থানিক সংরক্ষণের একটি উদাহরণ
(b) স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ
(c) এই দুটির কোনােটাই নয়
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৫
ভারতে মােটামুটি ব্যাকটেরিয়া আছে—
(a) 850 প্রজাতির
(b) 750 প্রজাতির
(c) 650 প্রজাতির
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৬
বিশেষ একটি প্রজাতির লুপ্ত প্রায় উদ্ভিদ একমাত্র বােটানিক্যাল গার্ডেনে জীবিত দেখা যায় সেটি হলো—
(a) ফিকাস রিলিজিসা
(b) কোকোস নুসিফেরা
(c) সোফোরা টরােনিরাে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৭
প্রশান্তিদায়ক ওষুধ হিসাবে ব্যবহৃত রেসারপিন যে গাছের পাতার রস থেকে পাওয়া যায় সেটি হলাে—
(a) নিম
(b) চম্পা
(c) সর্পগন্ধা
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৮
যে প্রজাতিটিকে গত 50 বছরে নির্দিষ্টভাবে দেখা যায়নি তাকে বলে—
(a) লুপ্ত
(b) বিরল
(c) বিপন্ন প্রজাতি
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৯
স্থানিক সংরক্ষণের একটি উদাহরণ হলাে—
(a) সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প
(b) দার্জিলিং-এর তুষার প্রজনন কেন্দ্র
(c) একটি মুক্ত চিড়িয়াখানা
উত্তর: A
➤➤➤প্রশ্ন:১০
ভারতের জৈব বৈচিত্র্যের ‘হট স্পট’—
(a) কেরালার উপকূল অঞ্চল
(b) পশ্চিমঘাট বনাঞ্চল
(c) উত্তরবঙ্গের তরাই অঞ্চল
উত্তর: B
Comments
Post a Comment