শক্তি
🟌🟌🟌প্রশ্ন:১
কয়লা,খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে বলা হয়—
(a) তরল জ্বালানি
(b) জীবাশ্ম জ্বালানি
(c) জৈব জ্বালানি
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:২
শ্বেত কয়লা বলতে বােঝায়—
(a) বায়ুশক্তিকে
(b) জলবিদ্যুৎ শক্তিকে
(c) জৈব গ্যাসকে
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৩
ভারতে প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপিত হয়—
(a) কর্নাটকে
(b) অন্ধ্রপ্রদেশে
(c) তারাপুরে
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৪
তরল সােনা বলতে বােঝায়—
(a) সােনার তরল অবস্থা
(b) জল
(c) পেট্রোল
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৫
‘সেন্ট মার্লো’ বিদ্যুৎ প্রকল্প হলাে—
(a) পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র
(b) তাপবিদ্যুৎ কেন্দ্র
(c) জোয়ার-ভাটা নির্ভরশীল বিদ্যুৎকেন্দ্র
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৬
তামিলনাড়ুর ‘কলাপক্কম’ বিদ্যুৎ কেন্দ্র—
(a) বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র
(b) সৌরশক্তিচালিত বিদ্যুৎকেন্দ্র
(c) পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৭
অপ্রচলিত শক্তির একটি উদাহরণ হলাে—
(a) কয়লা
(b) ভূতাপ শক্তি
(c) খনিজ তেল
উত্তর: B
🟌🟌🟌প্রশ্ন:৮
বর্তমানে দ্রুত অর্থনৈতিক বিকাশের লক্ষ্যে উন্নয়নের সূচক হিসাবে ধরা হয়—
(a) সম্পদের ব্যবহার
(b) প্রযুক্তির ব্যবহার
(c) শক্তির ব্যবহার
উত্তর: C
🟌🟌🟌প্রশ্ন:৯
সূর্য শক্তির কত ভাগ পৃথিবীতে আসে—
(a) 200 কোটি ভাগের এক ভাগ
(b) 200 কোটি ভাগের দশ ভাগ
(c) 200 কোটি ভাগের একশ ভাগ
উত্তর: A
🟌🟌🟌প্রশ্ন:১০
হাইড্রোকার্বনের সরলতম রূপে প্রকৃতিতে যে গ্যাসটি পাওয়া যায় সেটি হলাে—
(a) মিথেন
(b) ইথেন
(c) প্রােপেন
উত্তর: A
Comments
Post a Comment