পরিবেশ ব্যবস্থাপনা
⮞⮞⮞প্রশ্ন:১
রাষ্ট্রসংঘের প্রথম মানব পরিবেশ সংক্রান্ত সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল—
(a) 1972 সালে স্টকহােমে
(b) 1992 সালে ব্রাজিলে
(c) 2002 সালে দক্ষিণ আফ্রিকায়
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:২
প্রতি বছর ভারতের বিপুল জনসংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছে—
(a) অস্ট্রেলিয়ার মােট জনসংখ্যার বেশি মানুষ
(b) ইংল্যান্ডের মােট জনসংখ্যার বেশি মানুষ
(c) বাংলাদেশের মােট জনসংখ্যার বেশি মানুষ
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৩
কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট স্তরে আলাদাভাবে স্বাধীন পরিবেশ মন্ত্রক চালু হয়—
(a) 1984 সালে
(b) 1985 সালে
(c) 1992 সালে
উত্তর: B
⮞⮞⮞প্রশ্ন:৪
পরিবেশ সুরক্ষা আইন চালু হয়—
(a) 1986 সালে
(b) 1987 সালে
(c) 1988 সালে
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৫
অর্থনৈতিক উন্নয়নে পরিবেশের ওপর প্রভাব বিস্তার করবে—
(a) জনসংখ্যা বৃদ্ধি
(b) অধিক চাষবাস
(c) শিল্প সমৃদ্ধি
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৬
রিও ডি জেনেইরােওতে অনুষ্ঠিত হয়েছিল গুরুত্বপুর্ণ বসুন্ধরা সম্মেলন—
(a) 1992 সালে
(b) 1994 সালে
(c) 1982 সালে
উত্তর: A
⮞⮞⮞প্রশ্ন:৭
বাস্তুতন্ত্র চিহ্নিতকরণ আদেশ নামা জারি হয়—
(a) 1995 সালে
(b) 1994 সালে
(c) 1996 সালে
উত্তর: B
⮞⮞⮞প্রশ্ন:৮
পরিবেশের সম্পদগুলাে রক্ষার জন্য ভারতে 2003 সালে চালু হয়—
(a) বনসংরক্ষণ আইন
(b) জীব-বৈচিত্র্য আইন
(c) জলদূষণ ও নিয়ন্ত্রণ আইন
উত্তর: B
⮞⮞⮞প্রশ্ন:৯
ভূপালের ভয়াবহ গ্যাস দুর্ঘটনাটি ঘটেছিল—
(a) 1980 সালে
(b) 1986 সালে
(c) 1984 সালে
উত্তর: C
⮞⮞⮞প্রশ্ন:১০
রাষ্ট্রসংঘের প্রথম পরিবেশ সম্মেলনে গৃহীত ঘােষণাপত্রে সংকলিত হয়েছিল—
(a) 24 টি নীতি
(b) 25 টি নীতি
(c) 26 টি নীতি
উত্তর: C
পরিবেশ ব্যবস্থাপনা সেট ২[PREV]
পরিবেশ ব্যবস্থাপনা সেট ৪[NEXT]
Comments
Post a Comment