বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারত-ইতিহাসের অন্যতম বৈশিষ্ট্য এক মহাদেশের সারাংশ (Epitome of the World) ভারতবর্ষ শুধুমাত্র একটি দেশ নয়, এটি একটি উপ-মহাদেশের সমতুল্য। প্রাকৃতিক বৈচিত্র্য, নৃতাত্ত্বিক ভিন্নতা এবং সাংস্কৃতিক বিপুলতা সত্ত্বেও এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাসে যে "অন্তর্নিহিত মৌলিক ঐক্য" ( Fundamental Unity ) বারবার প্রকাশিত হয়েছে, তা বিশ্ব ইতিহাসে বিরল। ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ এই বিশেষ বৈশিষ্ট্যকে যথার্থই " India offers unity in diversity " বা "বৈচিত্র্যের মধ্যে ঐক্য" বলে আখ্যা দিয়েছেন। যুগে যুগে বিভিন্ন জাতি, ধর্ম ও ভাষাভাষী মানুষের মিলনকেন্দ্র হওয়ায় রবীন্দ্রনাথ ঠাকুর ভারতবর্ষকে "মহামানবের সাগরতীর" নামে অভিহিত করেছেন। ভারতবর্ষের বৈচিত্র্যের স্বরূপ (The Nature of Diversity) ভারতের বৈচিত্র্যকে প্রধানত দুটি ভাগে ভাগ করা যায়: ক) প্রাকৃতিক বা ভৌগোলিক বৈচিত্র্য: ভূ-প্রকৃতি: উত্...
দিগন্তের প্রসার
➤➤➤প্রশ্ন:১
উড়ন্ত মাকু আবিষ্কার করেন—
উড়ন্ত মাকু আবিষ্কার করেন—
(a) জেমস হ্যরগ্রিভস
(b) হামফ্রে ডেভি
(c) জন কে
(d) জেমস ওয়াট
উত্তর: C
➤➤➤প্রশ্ন:২
‘ওপাস মাজুস’ গ্রন্থের লেখক হলেন—
(a) রজার বেকন
(b) ফ্রান্সিস বেকন
(c) কোপারনিকাস
(d) কেপলার
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৩
নিরাপত্তা বাতি আবিষ্কার করেন—
(a) স্পিনিং জেনি
(b) হামফ্রে ডেভি
(c) জেমস ওয়াট
(d) জন কে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৪
জমিতে নিবিড় প্রথায় চাষ শুরু হলে ইউরােপে কৃষি উৎপাদন—
(a) বৃদ্ধি পেয়েছিল
(b) হ্রাস পেয়েছিল
(c) থমকে গিয়েছিল
(d) অলাভজনক হয়েছিল
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৫
বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করেন—
(a) ম্যাকডাম
(b) জর্জ স্টিফেনসন
(c) টমাস নিউকোসেন
(d) স্মিটন
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৬
পশ্চিম ইউরােপে কৃষিতে বাণিজ্য পণ্যের উৎপাদন বৃদ্ধি পেলে সেখানে খাদ্যশস্য ও গবাদিপশু আমদানি করা হত—
(a) জার্মানি থেকে
(b) রাশিয়া থেকে
(c) পূর্ব ইউরােপ থেকে
(d) আফ্রিকা থেকে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৭
আতস কাচ আবিষ্কার করেন—
(a) ফ্রান্সিস বেকন
(b) রজার বেকন
(c) গ্যালিলিয়ো
(d) নিউটন
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৮
পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন—
(a) প্লেটো
(b) গ্যালিলিয়ো
(c) কোপারনিকাস
(d) নিউটন
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৯
‘নােভাম অর্গানাম’ ও ‘দ্য অ্যাডভান্সমেন্ট অব লার্নিং’ গ্রন্থের রচয়িতা হলেন—
(a) নিউটন
(b) গ্যালিলিয়ো
(c) ফ্রান্সিস বেকন
(d) ব্রুনো
উত্তর: C
➤➤➤প্রশ্ন:১০
টেলিফোনের আবিষ্কারক হলেন—
(a) গ্রাহাম বেল
(b) কেপলার
(c) জেমস লং
(d) মার্কোনি
উত্তর: A

Comments
Post a Comment