নদীর উচ্চপ্রবাহে ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, তার বর্ণনা দাও। অথবা, একটি আদর্শ নদীর বিভিন্ন ক্ষয়কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্রসহ সংক্ষিপ্ত বিবরণ দাও। অথবা, নদীপ্রবাহের যে-কোনও একটি অংশে নদীর কার্যের বিবরণ দাও। উচ্চপ্রবাহ বা পার্বত্য প্রবাহে নদীর প্রধান কাজ হল ক্ষয় করা। এর সঙ্গে বহন ও অতি সামান্য পরিমান সঞ্চয়কার্য ও করে থাকে। পার্বত্য অঞ্চলে ভূমির ঢাল বেশি থাকে বলে এই অংশে নদীপথের ঢাল খুব বেশি হয়, ফলে নদীর স্রোতও খুব বেশি হয়। স্বভাবতই পার্বত্য অঞ্চলে নদী তার প্রবল জলস্রোতের সাহায্যে কঠিন পাথর বা শিলাখণ্ডকে ক্ষয় করে এবং ক্ষয়জাত পদার্থ ও প্রস্তরখণ্ডকে সবেগে বহনও করে। উচ্চ প্রবাহে নদীর এই ক্ষয়কার্য প্রধানত চারটি প্রক্রিয়ার দ্বারা সম্পন্ন হয়। এই প্রক্রিয়া গুলি হলো - অবঘর্ষ ক্ষয়, ঘর্ষণ ক্ষয়, জলপ্রবাহ ক্ষয় ও দ্রবণ ক্ষয়। নদীর ক্ষয়কাজের ফলে বিভিন্ন ভূমিরূপের সৃষ্টি হয়, যেমন: (১) ইংরেজি "।" এবং "V" অক্ষরের মতো নদী উপত্যকা: পার্বত্য গতিপথের প্রথম অবস্থায় প্রবল বেগে নদী তার গতিপথের ...
দিগন্তের প্রসার
➤➤➤প্রশ্ন:১
উড়ন্ত মাকু আবিষ্কার করেন—
উড়ন্ত মাকু আবিষ্কার করেন—
(a) জেমস হ্যরগ্রিভস
(b) হামফ্রে ডেভি
(c) জন কে
(d) জেমস ওয়াট
উত্তর: C
➤➤➤প্রশ্ন:২
‘ওপাস মাজুস’ গ্রন্থের লেখক হলেন—
(a) রজার বেকন
(b) ফ্রান্সিস বেকন
(c) কোপারনিকাস
(d) কেপলার
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৩
নিরাপত্তা বাতি আবিষ্কার করেন—
(a) স্পিনিং জেনি
(b) হামফ্রে ডেভি
(c) জেমস ওয়াট
(d) জন কে
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৪
জমিতে নিবিড় প্রথায় চাষ শুরু হলে ইউরােপে কৃষি উৎপাদন—
(a) বৃদ্ধি পেয়েছিল
(b) হ্রাস পেয়েছিল
(c) থমকে গিয়েছিল
(d) অলাভজনক হয়েছিল
উত্তর: A
➤➤➤প্রশ্ন:৫
বাষ্পচালিত রেল ইঞ্জিন তৈরি করেন—
(a) ম্যাকডাম
(b) জর্জ স্টিফেনসন
(c) টমাস নিউকোসেন
(d) স্মিটন
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৬
পশ্চিম ইউরােপে কৃষিতে বাণিজ্য পণ্যের উৎপাদন বৃদ্ধি পেলে সেখানে খাদ্যশস্য ও গবাদিপশু আমদানি করা হত—
(a) জার্মানি থেকে
(b) রাশিয়া থেকে
(c) পূর্ব ইউরােপ থেকে
(d) আফ্রিকা থেকে
উত্তর: C
➤➤➤প্রশ্ন:৭
আতস কাচ আবিষ্কার করেন—
(a) ফ্রান্সিস বেকন
(b) রজার বেকন
(c) গ্যালিলিয়ো
(d) নিউটন
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৮
পেন্ডুলাম ঘড়ি আবিষ্কার করেন—
(a) প্লেটো
(b) গ্যালিলিয়ো
(c) কোপারনিকাস
(d) নিউটন
উত্তর: B
➤➤➤প্রশ্ন:৯
‘নােভাম অর্গানাম’ ও ‘দ্য অ্যাডভান্সমেন্ট অব লার্নিং’ গ্রন্থের রচয়িতা হলেন—
(a) নিউটন
(b) গ্যালিলিয়ো
(c) ফ্রান্সিস বেকন
(d) ব্রুনো
উত্তর: C
➤➤➤প্রশ্ন:১০
টেলিফোনের আবিষ্কারক হলেন—
(a) গ্রাহাম বেল
(b) কেপলার
(c) জেমস লং
(d) মার্কোনি
উত্তর: A
Comments
Post a Comment