WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
কোনটি মেরুদণ্ডী প্রাণী নয় ?
(a) স্কোলিওডন
(b) সিন্ধুঘােটক
(c) অ্যাম্ফিঅক্সাস
(d) প্লাটিপাস
উত্তর: C
প্রশ্ন:২
কোনটি চোয়ালবিহীন মেরুদণ্ডী প্রাণী ?
(a) Amphioxus
(b) Petromyzon
(c) Chelone
(d) Naja
উত্তর: B
প্রশ্ন:৩
সারাজীবন ধরে নােটোকর্ড বর্তমান কোন্ প্রাণীর ?
(a) হেমিকর্ডাটা
(b) ইউরােকর্ডাটা
(c) সেফালােকর্ডাটা
(d) ভার্টিব্রাটা
উত্তর: C
প্রশ্ন:৪
কোন্ প্রাণীটি মাছ ?
(a) সি-কাউ
(b) সি-হর্স
(c) সি-কিউকামবার
(d) সি-লিলি
উত্তর: B
প্রশ্ন:৫
নীচের কোন্ প্রাণীতে অ্যারিস্টটলের লণ্ঠন (Aristotle's lantern) পাওয়া যায় ?
(a) তারামাছ
(b) সি-আরচিন
(c) সমুদ্রশশা
(d) সি-লিলি
উত্তর: B
প্রশ্ন:৬
রেট্রোগ্রেসিভ রূপান্তর দেখা যায়—
(a) হেমিকর্ডাটায়
(b) সেফালােকর্ডাটায়
(c) ইউরােকর্ডাটায়
(d) ভার্টিব্রাটায়
উত্তর: C
প্রশ্ন:৭
কোন্ তথ্যটি সঠিক ?
(a) সি-লিলি একপ্রকারের কন্টকত্বক
(b) সমুদ্রঘােটক একপ্রকারের সরীসৃপ
(c) নীলাভ-সবুজ শৈবাল একধরনের ছত্রাক
(d) সি-মাউস স্তন্যপায়ী প্রাণী
উত্তর: A
প্রশ্ন:৮
কোন্ স্তন্যপায়ী ডিম পাড়ে ?
(a) প্লাটিপাস
(b) প্যাঙ্গোলিন
(c) আর্মাডিলাে
(d) কেভিয়া
উত্তর: A
প্রশ্ন:৯
কোনটি সঠিক তথ্য ?
(a) সমস্ত মেরুদণ্ডী প্রাণীদের মুক্ত সংবহনতন্ত্র আছে
(b) সমস্ত কর্ডেটই মেরুদণ্ডী প্রাণী
(c) সমস্ত মেরুদণ্ডী প্রাণীই কর্ডেট
(d) কর্ডেটদের স্নায়ুরজ্জু নিরেট
উত্তর: C
প্রশ্ন:১০
কর্ডাটা ও অকর্ডাটার সেতুবন্ধক প্রাণী কোনটি ?
(a) স্ফেনােডন
(b) ব্যাঙাচি
(c) কুমির
(d) ব্যালানােগ্লসাস
উত্তর: D
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩৫[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩৭[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment