WBCS Special MCQsBiologyবাস্তব্যবিদ্যা ও পরিবেশ
প্রশ্ন:১
প্রচুর পরিমাণে খাদ্য সমন্বিত হ্রদের প্রকৃতি হল—
(a) ইউট্রফিক
(b) সিংকা
(c) অলিগােট্রপিক
(d) উচ্চ জীবাশ্মপূর্ণ
উত্তর: A
প্রশ্ন:২
CO-র প্রভাবে মৃত্যু হতে পারে কারণ এটি ধ্বংস করে—
(a) ফাইটোক্রোমকে
(b) হিমােগ্লোবিনকে
(c) সাইটোক্রোমকে
(d) কোনােটিই নয়
উত্তর: B
প্রশ্ন:৩
সাধারণ কথােপকথনে শব্দের তীব্রতা হল—
(a) 70-90dB
(b) 30-60dB
(c) 120-150dB
(d) 10-20dB
উত্তর: B
প্রশ্ন:৪
কোন্ বিষয়ে লাইকেন স্পর্শকাতর ?
(a) বায়ু দূষণ
(b) নিউক্লিয় দূষণ
(c) শব্দ দূষণ
(d) জল দূষণ
উত্তর: A
প্রশ্ন:৫
লেড হল প্রধানত—
(a) বায়ু দূষক
(b) শব্দ দূষক
(c) মৃত্তিকা দূষক
(d) জল দূষক
উত্তর: A
প্রশ্ন:৬
অম্লবৃষ্টির কারণ—
(a) SO2 ও CO
(b) SO2 ও SO3
(c) SO2 ও NH3
(d) NH3 ও CO
উত্তর: B
প্রশ্ন:৭
ওজোন স্তরে ছিদ্র হওয়ার কারণ—
(a) PAN
(b) CO2
(c) কয়লা দহন
(d) CFCs
উত্তর: D
প্রশ্ন:৮
উদ্বেগ, দুশ্চিন্তা ইত্যাদির সঙ্গে সম্পর্কযুক্ত হল—
(a) শব্দ দূষণ
(b) নিউক্লিয় দূষণ
(c) বায়ু দূষণ
(d) জল দূষণ
উত্তর: A
প্রশ্ন:৯
খাদ্যশৃঙ্খলে প্রবাহিত হলে DDT-র ঘনত্ব—
(a) বৃদ্ধি পায়
(b) একই থাকে
(c) কমে যায়
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:১০
'Green Muffler' কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত ?
(a) মাটি
(b) বায়ু
(c) জল
(d) শব্দ
উত্তর: D
বাস্তব্যবিদ্যা ও পরিবেশ, সেট ৪১[PREV]
Comments
Post a Comment