WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
নিম্নলিখিত কোনটি উদ্ভিদের চরিত্র ?
(a) বহুকোশী কলা ও অঙ্গসমূহ
(b) সালােকসংশ্লেষীয় রঞ্জক পদার্থ Chl-a এবং b
(c) জনুক্রম
(d) প্রত্যেকটি
উত্তর: D
প্রশ্ন:২
নিম্নলিখিত কোন্ বিভাগের উদ্ভিদের রেণু ও ভ্রূণ থাকা সত্ত্বেও বীজ বা সংবাহী কলা থাকে না ?
(a) ব্রায়ােফাইটা
(b) টেরিডােফাইটা
(c) জিমনােস্পার্ম
(d) শৈবাল
উত্তর: A
প্রশ্ন:৩
পাইনের জীবন চক্রে ডিম্বক দেখা যায়—
(a) সূচালাে পাতায়
(b) স্ত্রীরেণুপত্ৰমঞ্জরি
(c) পুংরেণুপত্ৰমঞ্জরি
(d) মূল, কাণ্ড এবং পাতা
উত্তর: B
প্রশ্ন:৪
টেরিডােফাইটা, ব্রায়ােফাইটার থেকে ভিন্ন কারণ—
(a) চলনক্ষম পুংগ্যামেট
(b) বংশধারার পরিবর্তন
(c) অ্যানথেরিডিয়া
(d) সংবাহী কলা
উত্তর: D
প্রশ্ন:৫
লেবুর ভক্ষণশীল অংশ—
(a) বহিঃস্তক
(b) অন্তঃস্তক
(c) মধ্যস্তক
(d) অন্তঃস্তকের রােম
উত্তর: D
প্রশ্ন:৬
লাল শৈবাল, সবুজ ও বাদামি শৈবালের থেকে ভিন্ন কারণ—
(a) Chl-a থাকে না
(b) ভিন্ন কোশ থাকে না
(c) কোশে হিমােগ্লোবিন থাকে না
(d) জীবনচক্রে ফ্লাজেলাযুক্ত পর্যায় থাকে না
উত্তর: D
প্রশ্ন:৭
শৈবালের কোশে সঞ্চিত প্রধান খাদ্যবস্তু হল—
(a) প্রোটিন
(b) কার্বোহাইড্রেট
(c) ফ্যাট
(d) গ্লাইকোজেন
উত্তর: B
প্রশ্ন:৮
মসের স্ত্রীরেণু উদ্ভিদ এবং পুংরেণুধর উদ্ভিদের বৃদ্ধি কোনাে প্রকারে যৌন মিলন ছাড়া হলে তাকে বলে—
(a) অ্যাপােমিক্সিস
(b) অ্যাপােগ্যামি
(c) অ্যাপােস্পােরি
(d) কোনােটিই নয়
উত্তর: A
প্রশ্ন:৯
নিম্নলিখিত কোন্ উদ্ভিদে পুংরেণুধর উদ্ভিদ স্ত্রীরেণুধর উদ্ভিদের ওপর নির্ভরশীল ?
(a) Riccia
(b) Funaria
(c) গুপ্তবীজী উদ্ভিদ
(d) ব্যক্তবীজী উদ্ভিদ
উত্তর: A
প্রশ্ন:১০
মসের জীবন চক্রে স্ত্রীলিঙ্গধর উদ্ভিদ হল—
(a) সবুজ পত্রযুক্ত
(b) হৃৎপিণ্ডের আকৃতিবিশিষ্ট প্রােথ্যালাস
(c) ফুট, স্টক ও ক্যাপসুল সমন্বিত
(d) কোনােটিই নয়
উত্তর: C
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩৯[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৪১[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment