WBCS Special MCQs
Biology
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান
প্রশ্ন:১
হাঁপানি রােগে ব্যবহৃত এফিড্রিন এটি পাওয়া যায় কোন্ গাছ থেকে ?
(a) সিঙ্কোনা
(b) সর্পগন্ধা
(c) ধুতরাে
(d) এফিড্রা
উত্তর: D
প্রশ্ন:২
এফিড্রিন পাওয়া যায় কোথা থেকে—
(a) Ginkgo
(b) Pinus
(c) Ephedra
(d) Gnetum
উত্তর: C
প্রশ্ন:৩
বৃক্ষজাতীয় টেরিডােফাইটা হল—
(a) Cyathea
(b) Marselia
(c) Lycopodium
(d) Equisetum
উত্তর: A
প্রশ্ন:৪
বায়ুর মাধ্যমে ফল বিস্তারিত হওয়ার জন্য রূপান্তর দেখা যায়—
(a) বৃতিতে
(b) মঞ্জরিপত্রে
(c) মঞ্জরি পত্রিকায়
(d) দলমণ্ডলে
উত্তর: A
প্রশ্ন:৫
টিস্যু কালচার মাধ্যমে যে 'আগার-আগার’ ব্যবহৃত হয় তা পাওয়া যায়—
(a) Chondrus
(b) Gelidium
(c) Laminaria
(d) Spirulina
উত্তর: B
প্রশ্ন:৬
কোরালয়েড মূল বহনকারী জিমনােস্পার্ম হল—
(a) Pinus
(b) Cycas
(c) Ephedra
(d) Gnetum
উত্তর: B
প্রশ্ন:৭
সর্বাপেক্ষা অধিক প্রােটিনযুক্ত এবং রােগ প্রতিরােধকারী একটি শৈবাল হল—
(a) Spirogyra
(b) Chlorella
(c) Spirulina
(d) Nostoc
উত্তর: C
প্রশ্ন:৮
‘ট্রাইফেজিক জনুক্রম’ দেখা যায়—
(a) পলিসাইফোনিয়া শৈবালে
(b) এক্টোকারপাস শৈবালে
(c) ব্যক্তবীজী উদ্ভিদে
(d) গুপ্তবীজী উদ্ভিদে
উত্তর: A
প্রশ্ন:৯
অ্যাম্বার দেখা যায়—
(a) Cycas-এ
(b) Pinus-এ
(c) Ginkgo-এ
(d) Gnetum-এ
উত্তর: B
প্রশ্ন:১০
লিগিউল দেখা যায়—
(a) Selaginella
(b) Marsilea
(c) Equisetum
(d) Pogonatum
উত্তর: A
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩৩[PREV]
জীবের বৈচিত্রতা - জীবনের বিজ্ঞান, সেট ৩৫[NEXT]
✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸✸
Comments
Post a Comment